মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

কন্যাশ্রী-সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন নোবেলজয়ী কৈলাস সত্যার্থী

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ২৯, ২০২২, ০১:৩০ পিএম | আপডেট: জুলাই ২৯, ২০২২, ০৭:৩০ পিএম

কন্যাশ্রী-সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন নোবেলজয়ী কৈলাস সত্যার্থী
কন্যাশ্রী-সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন নোবেলজয়ী কৈলাস সত্যার্থী

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের ক্ষমতায় আসার পর, মানুষের পাশে দাঁড়াতে একাধিক সামাজিক প্রকল্প এনেছে তৃণমূলশাসিত সরকার। নারী পাচার এবং বাল্য বিবাহ রুখতে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে কন্যাশ্রী-সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প। এবার রাজ্য সরকারের সেই সব প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ হলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী কৈলাস সত্যার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কৈলাস সত্যার্থীকে বিপরীতে ধন্যবাদ জানাতে ভোলেননি। নোবেলজয়ীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই পৃথিবীকে শিশুদের জন্য নিরাপদ, সুখী এবং উজ্জ্বল করার জন্য একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নোবেল শান্তি পুরস্কারজয়ী। রাজারহাটে নিউটাউনে শুরু হওয়া মানব পাচার বিরোধী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শহরে এসেছিলেন কৈলাস সত্যার্থী। অনুষ্ঠানের ফাঁকেই তিনি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। উল্লেখ্য, শিশুদের অধিকার নিয়ে আন্দোলনকারী কৈলাস সত্যার্থী শিশু শিক্ষা নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করেছেন।  কৈলাস সত্যার্থী রাজ্য সরকারের কন্যাশ্রী এবং মিড ডে মিল প্রকল্পের প্রশংসা করেন। এই প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, ‘এই প্রকল্প শুধু স্কুলছুট কমায় না। বাল্যবিবাহের মতো ঘটনাও কমায়।’ এর পাশাপাশি মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকারের স্বয়ংসিদ্ধা প্রকল্পেরও প্রশংসা করেন। 

এরপরে নোবেল শান্তি পুরস্কারজয়ী কৈলাস সত্যার্থী টুইট করে বলেন, ‘কলকাতায় আজ প্রিয় বোন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বেশ ভাল লাগল। ওনার অসাধারণ সামাজিক প্রকল্পগুলি নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কন্যাশ্রী এবং স্বয়ংসিদ্ধা দুটি প্রকল্প নারীদের ক্ষমতায়ন, বাল্যবিবাহ এবং শিশুপাচার রোধে অত্যন্ত উপযোগী।’ 

নোবেল জয়ীর সেই টুইটের জবাবে শুক্রবার নোবেলজয়ীকে টুইট করে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আপনার এই সাধুবাদের জন্য ধন্যবাদ। চলুন এই বিশ্বকে আমরা নিরাপদ, সুখী এবং উজ্বল করার চেষ্টা করি।’