বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

একুশের সভামঞ্চ থেকে বৃষ্টিতে ভেজা কর্মীদের উদ্দেশে ‘দিদি’র বিশেষ বার্তা! কী বললেন?

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০৪:৩৪ পিএম | আপডেট: জুলাই ২১, ২০২২, ১০:৩৪ পিএম

একুশের সভামঞ্চ থেকে বৃষ্টিতে ভেজা কর্মীদের উদ্দেশে ‘দিদি’র বিশেষ বার্তা! কী বললেন?
একুশের সভামঞ্চ থেকে বৃষ্টিতে ভেজা কর্মীদের উদ্দেশে ‘দিদি’র বিশেষ বার্তা! কী বললেন?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ছিল। তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। দলের কাছে এই দিনটা এক ঐতিহাসিক দিন। আজ, ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ হয়ে গেল কলকাতায় ধর্মতলার বুকে। করোনা অতিমারীর কারণে গত ২ বছর করা যায়নি ২১ জুলাইয়ের সমাবেশ। কিন্তু এবার ঐতিহাসিক সেই সমাবেশ অনুষ্ঠিত হল পুরনো জায়গা ধর্মতলাতেই। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে তৃতীয়বার বাংলার ক্ষমতা এসেছে তৃণমূল কংগ্রেস। এই জয়ের পর প্রথম শহিদ দিবসের সমাবেশ। তাই স্বাভাবিকভাবেই উত্তেজনা ছিল তুঙ্গে।

আজ ধর্মতলায় ছিল বাধভাঙ্গা বৃষ্টি। অগত্যা একুশের মঞ্চে বৃষ্টি মাথায় নিয়েই একে একে বক্তব্য রাখলেন শিউলি সাহা, ফিরহাদ হাকিম, বীরবাহা হাঁসদারা। বৃষ্টি ভিজে এদিন হাসিমুখেই আহুন ঝরানো বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই সময় বৃষ্টিতে ভিজে চলেছেন তৃণমূলের হাজার হাজার কর্মী-সমর্থক। 

ঠিক সেইসময়ই কার্যত জনসমুদ্রের আকার নেওয়া ধর্মতলায় হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি তার আগে থেকেই শুরু হয়েছে। সেই বৃষ্টি মাথায় নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের দিকে এগিয়ে আসেন। ঠিক বেলা একটা নাগাদ বক্তব্য শুরু করেন মমতা। তবে, মঞ্চে তৃণমূল সুপ্রিমো ওঠার আগে থেমে যায় বৃষ্টি৷ তখন কার্যত মেঘলা আকাশ, শান্ত প্রকৃতি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরুর আগে নচিকেতা গাইলেন, ‘তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনও হয়নি৷’ অত্যন্ত জনপ্রিয় এই গানের লাইনগুলি মিলে গেল সভার পরিবেশের সঙ্গে৷ এদিকে, কাকতালীয় হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ওঠার পরই একেবারে উধাও হল বৃষ্টি!

মমতা এদিনের ভাষণের শুরুতেই বলেন, ‘আমি তৃণমূল কংগ্রেসর কর্মীদের কয়েকটি কথা বলতে চাই। যারা বৃষ্টিতে ভিজেছেন, তাঁরা আমার কথা না শুনে চলে যাবেন না তো? দেখলেন তো, ২১ সে জুলাই বৃষ্টি হয়। ঈশ্বরের কী আশীর্বাদ।’ মমতার বক্তব্য রাখার মাঝেই কথা থামিয়ে একফাঁকে মমতা বলেন, ‘আমি মিটিং-এ এলাম, আর প্রকৃতি মা-কে জয় করে নিলাম। এভাবেই জয় করে যাব।’

একইসঙ্গে নেত্রী বলেন, ‘এত বৃষ্টি, এত ঝড় জল থেকে আপনাদের যখন সরাতে পারেনি। তাহলে ২০২৪ সালে বিজেপিকে সরাবে। ওদের ক্ষমতার একদিকে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স। আমাদের মেরুদণ্ড সোজা। আর ওদের মেরুদণ্ডের একদিকে ইডি আর অন্যদিকে সিবিআই। একদিকে ইনকাম ট্যাক্স আর অন্যদিকে জিএসটি। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্যের লোক। ওদের লড়ার ক্ষমতা নেই। আমার আছে। গত দু বছর কোভিডের জন্য সভা হয়নি৷ অনেক মানুষকে আমরা হারিয়েছি কোভিডে।’

মমতার বক্তব্যের সময় বৃষ্টি থামলেও, বৃষ্টি ভিজে যারা আগে থেকে উপস্থিত হয়ে নেত্রীর আগের সকলের বক্তব্য শুনেছেন, সেই তাঁরাই ভিজে জামাকাপড়ে দাঁড়িয়ে মন দিয়ে ধৈর্য সহকারে মন্ত্রমুগ্ধের নেত্রীর কথা শোনেন। আর বক্তব্য শেষ করেই কর্মী সমর্থকদের বিশেষ পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
এদিন বৃষ্টি মাথায় নিয়ে ভিজে স্নান করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে অপেক্ষায় ছিলেন কয়েক হাজার কর্মী ও সমর্থক। তাই বিজেপি সরকারকে আক্রমণ করে বক্তব্যভ রাখার মাঝেই দলের কর্মীদের জন্য চিন্তিত হতে দেখা গিয়েছে নেত্রীকে। তাই বক্তব্য শেষ করেই স্নেহময়ী দিদির পরামর্শ তাঁর সকল ভাই- বোনেদের জন্য, ‘তোমরা অনেক ভিজেছো। বাড়ি গিয়ে সকলে গরম জলে স্নান করে নিও। আর একটা করে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে নিও।’

দলীয় কর্মীদের জন্য নেত্রীর এই ভাবনা, স্নেহ দেখে মুগ্ধ সমাবেশে আগত সকল মানুষ। শুধু পরামর্শ দিয়েছেন দিদি তাই নয়, পরবর্তী ২১ জুলাইয়ের সমাবেশে সকলকে আবার আসার জন্যও অঙ্গীকারবদ্ধ হতে বলেন। এই নিয়ে একটি ছড়াও তৈরি করে ফেলেন নেত্রী। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মেঘ বলেছে আসছি আসছি, এবার বাড়ি যাও। আবার আসছে ২১ জুলাই, তোমার দেখা পাই।’