শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য! শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মৌসুমী মোদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৫:০১ পিএম | আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৫:৩১ পিএম

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য! শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য! শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

সঙ্গীতের জগতে ফের এক নক্ষত্রপতন। করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি কিংবদন্তি সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অবশেষে সব লড়াই ব্যর্থ করে মঙ্গলবার সন্ধ্যাতেই না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। ৯০ বছরে এসে থমকে গেল তাঁর গীতিময় জীবন। যে হাসপাতালে ভর্তি ছিলেন সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন শিল্পী। তাঁর মৃত্যুতে যেন একটা যুগের অবসান হল।

বুধবার সকাল থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ শায়িত রইল রবীন্দ্র সদনে। শিল্পীকে শেষবার দেখতে এদিন সেখানে হাজির হলেন সংস্কৃতি জগৎ থেকে রাজনীতি সহ বিভিন্ন জগতের মানুষ। রবীন্দ্র সদনে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানালেন সকলে। এদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়েই তড়িঘড়ি উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি গেলেন রবীন্দ্র সদনে। সঙ্গে ছিলেন ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, শান্তনু সেন। সেখানেই প্রয়াত শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী।

কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হতে চলেছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে৷ শকটবাহী গাড়িতে করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে শিল্পীর মরদেহ। পায়ে হেঁটে শ্মশানে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। শকটবাহী গাড়ির পিছনে পিছনে যে শোভাযাত্রা যাচ্ছে সেখানে পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রীও৷ অন্যদিকে, এদিন প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর পরিবারের সঙ্গে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর পরিবারকে সমবেদনা জানান তিনি।