শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পুরনো বছরের ইতি, আরও একটি নতুন বছরের সূচনা! নববর্ষের সকালে শুভেচ্ছাবার্তা মোদী-মমতার

আত্রেয়ী সেন

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২, ১১:০১ এএম | আপডেট: এপ্রিল ১৫, ২০২২, ০৫:০১ পিএম

পুরনো বছরের ইতি, আরও একটি নতুন বছরের সূচনা! নববর্ষের সকালে শুভেচ্ছাবার্তা মোদী-মমতার
পুরনো বছরের ইতি, আরও একটি নতুন বছরের সূচনা! নববর্ষের সকালে শুভেচ্ছাবার্তা মোদী-মমতার

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ পুরনো বছরের সমাপ্তি, সেই সঙ্গে আরও একটা বাংলাক নতুন বছরের শুরু। নতুন স্বপ্ন, নতুন আশাকে পাথেয় করে পথচলা শুরু। করোনার আতঙ্ক কাটিয়ে উৎসবের মেজাজে মেতেছে গোটা বাংলা। আজ সকাল থেকেই মন্দিরে মন্দিরে মানুষের ঢল নেমেছে। কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, বেলুর মঠে অগণিত মানুষের ভিড়। সবাই একটাই প্রার্থনা, নতুন বছর ভালো কাটুক। সব অশুভ দূরে সরে গিয়ে সব ভালো হোক সবার ভালো হোক। হালখাতা, মিষ্টিমুখ, নতুন জামাকাপড়, আড্ডা প্রিয় বাঙালির খাঁটি আড্ডা আর জমিয়ে খাওয়াদাওয়া এভাবেই নতুন বাংলা বছর পরিকল্পনা বাঙালির। 

বাংলা নববর্ষের দিনে টুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অন্যান্য উৎসবের মতোই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতেও ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘শুভ নববর্ষ, ১৪২৯। নববর্ষে শুভ আনন্দে জাগো। সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সুস্থ থাকুন, ভাল থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক।’

অন্যদিকে, এদিন বাংলা ও ইংরাজি এই দুই ভাষাতেই নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি টুইটে লেখেন, ‘পয়লা বৈশাখের শুভেচ্ছা। বিশেষ এই অনুষ্ঠানটি বাঙালির অসামান্য সংস্কৃতিকেই প্রকাশ করে। আমি আশা করি আগামী বছরটি আনন্দ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। আমাদের সব ইচ্ছাপূরণ হোক। শুভ নববর্ষ।’

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে রাজ্যের সকল মানুষের শুভ কামনা করে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। প্রতিবার অবশ্য একটু রাতের দিকে আসেন। কিন্তু এবছর সন্ধের সময়ই, পৌনে ছটা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছে পুজো দেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, আরেক ভ্রাতৃবধূ তথা কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, মানুষের সুস্থতা কামনা করে বলেন যে, ‘রাজনীতির বাইরেও আমি মানুষ। রাজ্যের মানুষের জন্য পুজো দিই। শুভ আনন্দে জাগো। রাজনীতির কাজ মানুষের জন্য। সবাই ভালো থাকুক। এই প্রার্থনা করে প্রতিবার পুজো দিই।’ 

রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি এও বলেন যে, ‘রাজ্যবাসীকে আবারও একবার নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। বলেন, ‘বাংলার সকলের জন্য শুভ ও শান্তি কামনা করতে এসেছিলাম। আমি বহুবছর ধরেই নববর্ষের আগের দিন কালীঘাটে আসি। রাজ্যের মানুষের জন্য পুজো দিই। যতদিন বাঁচব ততদিন আসব। মায়ের কাছে প্রার্থনা করতে আসি, যাতে মানবিকতা বজায় থাকে। মনুষ্যত্ব বজায় থাকে।’