শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এবার পুরীর ছোঁয়া বাংলায়! তৈরি হতে চলেছে জগন্নাথ মন্দির

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৯:৩১ এএম | আপডেট: ডিসেম্বর ৯, ২০২২, ০৩:৩১ পিএম

এবার পুরীর ছোঁয়া বাংলায়! তৈরি হতে চলেছে জগন্নাথ মন্দির
এবার পুরীর ছোঁয়া বাংলায়! তৈরি হতে চলেছে জগন্নাথ মন্দির

জগন্নাথ দর্শনের জন্য এখন আর পুরী যাওয়ার প্রয়োজন নেই। শহর কলকাতার সংলগ্ন এলাকাতেই এবার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মন্দির। যা দেখতে হবে একেবারে হুবহু জগন্নাথ মন্দিরের মত। ইতিমধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে হয়েছে পুজো।

কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত কুমার ঘোষের কার্যালয় সংলগ্ন আর্বানা অভিজাত আবাসনের কাছেই তৈরি হবে সেই মন্দির।শিলান্যাস উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার-সহ পার্শ্ববর্তী ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট জনেরা।

১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ জানান, "খুব তাড়াতাড়ি কলকাতাবাসী পুরীর আদলে জগন্নাথ মন্দির দেখতে পাবেন। ফলে যারা পুরী যেতে পারেননি বলে মনে মনে কষ্ট পান, তাঁদের আর সেই কষ্ট থাকবে না।  শহরে বসেই মন্দির দর্শনের সুযোগ পাবেন"।

বৃহস্পতিবারের মহাজাগযজ্ঞের অনুষ্ঠানে পুরোহিত আনা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির থেকেই। তারাই যাবতীয় পূজার্চনা করেছেন। পুজোর সময় এলাকায় প্রচুর ভক্ত সমাগম ঘটেছিল জগন্নাথ দেবের ছবি লাগিয়ে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছিল এদিন।