মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

‘ওয়েট অ্যান্ড ওয়াচ’! ঠিক কী হতে চলেছে ডিসেম্বরে? নির্দিষ্ট তারিখ বলে হুঁশিয়ারি শুভেন্দুর

আত্রেয়ী সেন

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৯:১৭ পিএম | আপডেট: ডিসেম্বর ৯, ২০২২, ০৩:১৭ এএম

‘ওয়েট অ্যান্ড ওয়াচ’! ঠিক কী হতে চলেছে ডিসেম্বরে? নির্দিষ্ট তারিখ বলে হুঁশিয়ারি শুভেন্দুর
‘ওয়েট অ্যান্ড ওয়াচ’! ঠিক কী হতে চলেছে ডিসেম্বরে? নির্দিষ্ট তারিখ বলে হুঁশিয়ারি শুভেন্দুর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগামিকাল বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেল ৫ টা নাগাদ ভার্চুয়াল বৈঠক হবে মোদী-মমতার। ঠিক কী নিয়ে আলোচনা হতে চলেছে ওই বৈঠকে? নরেন্দ্র মোদী মূলত জি-২০ সম্মেলন নিয়ে আলোচনা করতেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকেই বৈঠকে যোগ দেবেন ভার্চুয়াল মাধ্যমে।

রাজ্যের পক্ষ থেকে এই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীরও। এমনটাই সূত্রের খবর। এদিকে, সেই বৈঠকের আগেই ফের একবার ডিসেম্বর নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

একাধিকবার এই ডিসেম্বর নিয়ে হুমকি দিতে শোনা গিয়েছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। কিন্তু তিনি কেন বারবার এই ডিসেম্বর নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন? এবারেও ঠিক তেমনটাই হুঁশিয়ারি দিলেন। কিন্তু কী এমন হবে ডিসেম্বরে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন তিনটে তারিখ। তিনি জানান, ‘ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েট অ্যান্ড ওয়াচ।’

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর হাজরা থেকে মিছিল করতে চলেছে বঙ্গ বিজেপি। ২১ ডিসেম্বর কাঁথিতে সভা করতে চলেছে শুভেন্দু অধিকারী। অন্যদিকে, আজই কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা সব এফআইআর-এর উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে আপাতত হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে।