শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

শেষযাত্রায় কবি শঙ্খ ঘোষ! গান স্যালুট ছাড়াই রাষ্ট্রীয় সম্মানে হচ্ছে শেষকৃত্য

০৪:০৩ পিএম, এপ্রিল ২১, ২০২১

শেষযাত্রায় কবি শঙ্খ ঘোষ! গান স্যালুট ছাড়াই রাষ্ট্রীয় সম্মানে হচ্ছে শেষকৃত্য

প্রয়াত হয়েছেন কিংবদন্তিপ্রতীম কবি শঙ্খ ঘোষ। আজ সকাল ১১ঃ৩০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ঢেউ নামে বাংলা সাহিত্য মহলে। বর্ষীয়ান কবির জন্য শোক জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার শেষকৃত্যের জন্য কবির পার্থিব দেহ তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে নিমতলা ঘাট শ্মশানে। সেখানে রাষ্ট্রীয় সম্মানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে তাঁর।

তবে কবির জন্য কোনও গান স্যালুট হচ্ছে না। তার কারণ, তিনি নিজেই তা পছন্দ করতেন না। বরাবর তিনি বলতেন 'শব্দহীন হও'। নিজের শেষযাত্রাতেও বিশেষ শোরগোল চাননি কবি। তাঁর সেই ইচ্ছের মর্যাদা দিয়েই তোপ ধ্বনি বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম এদিন কবির পরিবারের সঙ্গে কথা বলে জানিয়েছেন, যেহেতু পরিবারের কেউই গান স্যালুট চান না, তাই তাঁদের ইচ্ছেই রাখা হয়েছে৷ এ দিন দুপুরে নিমতলা মহাশ্মশানে বিনা সাড়ম্বরেই কবি শঙ্খ ঘোষের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা হয়েছে৷

কবি যেহেতু করোনায় আক্রান্ত ছিলেন তাই শেষযাত্রার জন্য পুরসভার বিশেষ বিশেষ গাড়িতেই নিমতলা ঘাট শ্মশানে নিয়ে যাওয়া হবে মরদেহ। পরিবার সূত্রে খবর, শেষকৃত্যের আগে সল্টলেকে কবির ভাই নিত্যপ্রিয় ঘোষের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়ার কথা হয়েছে। সেখান থেকেই তারপর নিমতলায় পথে পাড়ি দেবে শবদেহবাহী গাড়ি। অন্তেষ্টিক্রিয়ার সময় কোভিড বিধি মেনে পরিবারের সদস্যরাও উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে৷