বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বাম-কংগ্রেসের আসন সমঝোতা এখনও অধরা

০৯:০৮ এএম, ফেব্রুয়ারি ৮, ২০২১

বাম-কংগ্রেসের আসন সমঝোতা এখনও অধরা
আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাগ্য এখনও ঝুলে রইল। রবিবার সিপিএম-কং বৈঠকে বসেছিল আলিমুদ্দিন স্ট্রীটে সিপিএম সদর দফতরে। সেখানে দীর্ঘ আলোচনা হলেও সিদ্ধান্ত অধরা থেকে গেল। তবে বৈঠক শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দুজনেই জানিয়েছেন, তাঁরা আব্বাসের সঙ্গে জোটে আগ্রহী। অন্যদিকে, জোটে শামিল হতে চেয়ে বামফ্রন্টকে ফুরফুরার আব্বাস সিদ্দিকী চিঠি দিয়েছে বলে জানালেন বিমান বসু। এদিনের বৈঠকে বাম-কংগ্রেসের মধ্যে ২৩০টি আসন নিয়ে সবিস্তারে আলোচনা হয়। বিমান বসু জানান, এর আগের দুটি বৈঠকে আসন সংখ্যা নিয়ে আলোচনা হয়েছিল। এদিনই প্রথম আসন ধরে ধরে আলোচনা চলে দুপক্ষের মধ্যে। সেই আলোচনা ফলপ্রসূও হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দিল্লি যাওয়ার জন্য তাড়া থাকায় এদিন বাকি ৬৪ আসন নিয়ে সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি বলে জানান তিনি। তবে তাঁর আশা, চলতি মাসের মাঝামাঝিই আসন রফা চূড়ান্ত হবে। যদিও ২৩০ আসনের মধ্যে কার ভাগে কটি আসন পড়ল, তা স্পষ্ট করেননি তিনি। অন্যদিকে অধীর চৌধুরী জানিয়েছেন, বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা এগিয়েছে। তবে কোন আসন কাকে ছাড়া হবে, তা নিয়ে এখনও আলোচনা জারি থাকবে। তাঁর আশা, ভোট ঘোষণার আগেই আসন সমঝোতা চূড়ান্ত হবে।