বংনিউজ২৪x৭ ডেস্কঃ মহামারি নিয়ে কেটে গেছে প্রায় এক বছর। তাই নতুন বছরকে নতুন ভাবে স্বাগত জানাতে মরিয়া সকলেই। তাই সকলের এই নতুন ভাবে শুরু করার পথে ইচ্ছে মেশালো LIC। দেশের অন্যতম বিশ্বাস যোগ্য সংস্থা হল LIC। যেখানে আজও অটুট মানুষের ভরসা। সেই সংস্থা নতুন বছরে নিয়ে এলো নয়া চমক।
সম্প্রতি এই সংস্থার তরফ থেকে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। শুরু হয়ে গেছে রিভাইবেল ক্যাম্পেন। এই ক্যাম্পেন এর দ্বারা গ্রাহক রা তাদের বন্ধ হয়ে যাওয়া পলিসি নতুন ভাবে শুরু করতে পারবেন। যে সমস্ত পলিসি গুলির পেমেন্ট ৫ বছরের মধ্যে বন্ধ হয়ে আছে সেগুলিকে পুনরায় শুরু করতে পারবেন গ্রাহকরা। এই নতুন ক্যাম্পেন চলবে ৭ই জানুয়ারি থেকে ৬ই মার্চ পর্যন্ত।
তবে এই নতুন ক্যাম্পেনের সুবিধা নেওয়ার জন্য বিশেষ কিছু শর্ত আছে। নতুন ভাবে পলিসি শুরু করতে গেলে লেট ফ্রি এর ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় আছে এবং ১ লক্ষ থেকে শুরু করে ৩০ লক্ষ টাকার বার্ষিক প্রিমিয়ার এর ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।