বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বানিয়ে ফেলুন চিজ পাস্তা, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ২৫, ২০২২, ১০:০২ পিএম | আপডেট: জুন ২৬, ২০২২, ০৪:০২ এএম

বানিয়ে ফেলুন চিজ পাস্তা, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি
বানিয়ে ফেলুন চিজ পাস্তা, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

ঘরেই যদি রেস্টুরেন্টের মতো চিজ পাস্তা খেতে চান তাহলে জেনে নিন এর সহজ রেসিপি-

প্রয়োজনীয় উপকরণ: পাস্তা ৫০০ গ্রাম, মুরগির মাংস ৫০০ গ্রাম, সয়া সস ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন কুচি ২ চেবিল চামচ, টমেটো পিউরি আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ক্রিম ৪ টেবিল চামচ, ওরিগ্যানো ১ চা চামচ নিয়ে নেবেন। পুদিনা পাতা ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, মোজেরেলা চিজ আধা কাপ ও পেঁয়াজপাতা পরিমাণমতো।

প্রস্তুত প্রনালী: প্রথমে একটি পাত্রে জল গরম করে লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে জল ঝড়িয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে ছোট টুকরা করা মাংস, আদা বাটা, রসুন কুচি, সয়া সস ও মরিচের গুঁড়া দিয়ে একটু কষান। তারপর তার মধ্যে টমেটো পিউরি, ক্রিম, কাঁচা মরিচ দিয়ে ভেজে ৪-৫ মিনিট রান্না করুন। তারপর সেদ্ধ করা পাস্তা দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। 

এবার পাস্তায় চিজ, ওরিগ্যানো ও পুদিনা পাতা মিশিয়ে নিন তাহলেই তৈরি। এবার নামানোর আগে আগে উপরে বাকি চিজ ও পেঁয়াজপাতা ছিটিয়ে ২ মিনিট ঢেকে রাখুন। এতে পাস্তার উপরে দেওয়া চিজগুলো গলে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিজ পাস্তা। এখন গরম গরম পরিবেশন করুন।