শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নাকের উপপর চশমার দাগ বসে যাচ্ছে? সহজেই মুক্তি পাবেন এই ঘরোয়া পদ্ধতিতে

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ২৬, ২০২২, ০৬:১৮ পিএম | আপডেট: জুন ২৭, ২০২২, ১২:১৮ এএম

নাকের উপপর চশমার দাগ বসে যাচ্ছে? সহজেই মুক্তি পাবেন এই ঘরোয়া পদ্ধতিতে
নাকের উপপর চশমার দাগ বসে যাচ্ছে? সহজেই মুক্তি পাবেন এই ঘরোয়া পদ্ধতিতে

শসার রস ব্যাবহার করুন। যখন শসা খাবেন তখন দু‍‍` একটা টুকরো সরিয়ে রাখুন। শসার রস চশমার দাগ লাগা জায়গা পরিস্কার করে দিতে পারে। শসার রসটা চিপে নিয়ে লাগান বা টুকরোগুলো দাগের উপর ঘষুন। রোজ লাগালেই ফল পাবেন।

অ্যালো ভেরা জেল ব্যাবহার করতে পারেন। ত্বকের সব সমস্যার সমাধান হলো অ্যালোভেরা জেল। চশমার দাগ থেকেও মুক্তি পেতে এটি ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার পাতা কেটে ভিতরের জেল বের করে নিয়ে দাগের উপর লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে উঠে ঠান্ডা জলে ধুয়ে নিন। ফলাফল মিলবে হাতেনাতে।

লেবুর রস দিয়েও হতে পারে এর প্রতিকার। পাতিলেবুর রস দাগ তোলার ক্ষেত্রে খুবই ভালো! পাতিলেবুর রস তুলোয় করে নিয়ে ওই চশমার দাগের উপর ঘষুন। মিনিট দশেক রেখে তারপর ধুয়ে ফেলবেন। প্রতিদিন স্নানের সময় লাগিয়ে নিতে পারেন। আর ইচ্ছে করলে পাতিলেবুর রসের মধ্যে অল্প মধু মেশাতে পারেন, এতে ত্বক আর্দ্রও থাকবে।

আলুর রস দিয়ে তুলুন দাগ: ত্বকের দাগ হালকা করে দিতে পারে আলুর রস। তার সঙ্গে মৃত কোষ তুলে ফেলে একটা বাড়তি জেল্লাও এনে দেয়। একটা ছোট আলু কুরিয়ে নিন। চিপে রসটা বের করে চশমার দাগের উপরে লাগান। ১০-১৫ মিনিট লাগিয়ে রাখলে শুকিয়ে যাবে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।