বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সৌন্দর্য, স্টাইল এবং গ্ল্যামারের এক অপূর্ব মেলবন্ধনের কারণে সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছেন তিনি। যদিও তিনি কোনও মডেল কিংবা অভিনেত্রী নন। বরং তিনি বর্তমানে দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন। কথা হচ্ছে, দেশের অন্যতম সুন্দরী আইপিএস অফিসার নভজ্যোত সিমির প্রসঙ্গে। তাঁর ডাক্তার থেকে আইপিএস অফিসার হয়ে ওঠার কাহিনি তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা সিমি। বাবা পেশায় একজন ব্যাংক কর্মী এবং মা গৃহবধূ। তিনি ভাইবোনের মধ্যে সিমিই সবার বড়। পঞ্জাবের গুরদাসপুরেরই এক সরকারি স্কুলে পড়াশোনা করেছেন সিমি। এরপর লুধিয়ানার বাবা জসবন্ত সিং ডেন্টাল হসপিটাল এবং রিসার্চ ইনস্টিটিউট থেকে ডেন্টাল সার্জারিতে স্নাতক ডিগ্রি (বিডিএস) অর্জন করেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে চাইলেও ডেন্টাল সার্জারিতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে পারেননি সিমি। যদিও ডাক্তারি পড়লেও, ছেলেবেলা থেকেই সিমির স্বপ্ন ছিল সিভিল সার্ভিসে নিজের কেরিয়ার গড়ার। ফলে তিনি সেদিকেই মন দেন পরে।
এরপর বাবা-মার মোট নিয়েই নয়াদিল্লির ইউনিয়ন পাব্লিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর জন্য কোচিং নিতে শুরু করেন। প্রথম পরীক্ষায় বসেন ২০১৬ সালে। কঠোর পরিশ্রমের জোরে লিখিত পরীক্ষায় পাশ করলেও, ইন্টারভিউ বোর্ডে গিয়ে আটকে যান। ফলে ছোটবেলায় দেখা স্বপ্নের খুব কাছে গিয়েও স্বপ্ন সেবারের মতো অধরাই থেকে যায়। কিন্তু হাল ছাড়েননি সিমি। এরপর তিনি পঞ্জাব সিভিল সার্ভিসের পরীক্ষায় পাশ করে ট্রেনি অফিসার হিসেবে কাজ শুরু করেন। এর পাশাপাশি চলতে থাকে ইউপিএসসি-এর প্রস্তুতি।
ফের একবার ২০১৭ সালের ইউপিএসসি পরীক্ষায় বসেন সিমি। কঠোর পরিশ্রম এবং গভীর নিষ্ঠার জোরে অবশেষে স্বপ্ন সফল হয় তাঁর! পাশ করার পরে আইপিএস প্রশিক্ষণ সেরে সিমি বিহার ক্যাডারে নিজের জায়গা করে নেন। বর্তমানে পটনার ডিএসপি পদের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
তবে, শুধুমাত্র আইপিএস হিসেবেই নন, সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় সিমি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ১.২ মিলিয়ন। আর সবথেকে বড় কথা হল, চাকরির দায়িত্ব সামলেও, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন এই অফিসার। প্রায়শই কাজ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন তিনি। এমনকী স্বামী আইএএস অফিসার তুষার সিংলার সঙ্গে নানা সুন্দর মুহূর্তও ইনস্টাগ্রামের পাতায় তুলে ধরেন। আর কমেন্ট বক্স ভরে যায় অনুরাগীদের ভালবাসায়!
আপনার মতামত লিখুন :