মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

‘সবাই তৃণমূল চলে আসবে’! ফের আদালতে ঢোকার মুখে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

আত্রেয়ী সেন

প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০১:৩৫ পিএম | আপডেট: মে ৩০, ২০২৩, ০১:৩৫ পিএম

‘সবাই তৃণমূল চলে আসবে’! ফের আদালতে ঢোকার মুখে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়
‘সবাই তৃণমূল চলে আসবে’! ফের আদালতে ঢোকার মুখে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের একবার তৃণমূলের হয়ে মন্তব্য শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল থেকে বহিষ্কৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বক্তব্য ‘সবাই তৃণমূলে চলে আসবে।’ মঙ্গলবার নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ ৭ জনকে আলিপুর আদালতে তোলা হয়। আদালতে ঢোকার মুখে বায়রন বিশ্বাসের দলবদল নিয়ে প্রশ্ন করা হলে প্রতিক্রিয়া দেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব। তবে, এদিন অর্পিতাকে নিয়ে প্রশ্ন করা হলে নীরব থাকেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিন বেলা সাড়ে ১১ টা নাগাদ আলিপুর আদালতে প্রবেশ করেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময়ই সাংবাদিকরা তাঁর উদ্দেশে প্রশ্ন করেন। সাংবাদিকরা বলেন, ‘সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এই বিষয়ে কী বলবেন পার্থ?’ এই প্রশ্নের উত্তরে ক্যামেরার দিকে না তাকিয়েই তিনি প্রশ্নের উত্তর দেন। জবাবে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রী বলেন, ‘সবাই তৃণমূলে চলে আসবে।’ 

উল্লেখ্য, মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। এর ৩ মাসের মধ্যে দলবদলে তৃণমূলে যোগ দিলেন তিনি। গতকালই সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সভায় আসেন বায়রন বিশ্বাস। নবজোয়ার কর্মসূচি চলাকালীন অভিষেকের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন বায়রন। তাঁর হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড-ইন-কমান্ড।

তবে, এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ক্যামেরার সামনে দলের হয়ে ব্যাট ধরেছেন এই বহিষ্কৃত তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রশংসা করেছেন, আবার কখনও দলকে ভোটে জেতার শুভেচ্ছাও জানিয়েছেন। এদিনও ঠিক সেইভাবেই তৃণমূলের প্রতি আস্থা প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায়।