শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মুখের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী লেবু, জানুন ব্যাবহার পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ১৮, ২০২২, ০৫:০৯ পিএম | আপডেট: জুন ১৮, ২০২২, ১১:০৯ পিএম

মুখের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী লেবু, জানুন ব্যাবহার পদ্ধতি
মুখের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী লেবু, জানুন ব্যাবহার পদ্ধতি

অনেকেরই মুখে নানান ভাবে সৃষ্টি হয় কালো দাগ। মুখের সৌন্দর্য্য নষ্ট করে এই এই দাগগুলি। মুখে কালো দাগ থাকলে সুন্দর মুখও খারাপ লাগে। তার সঙ্গে যদি হয় আপনার নিষ্প্রাণ চামড়া তবে তা হয়ে ওঠে আরও খারাপ। মুখের ত্বক যত নিষ্প্রাণ ও দাগযুক্ত ততই দেখতে বাজে লাগবে। আর এগুলি দূর করার জন্য ব্যবহার করতে পারেন লেবু। খুবই সহজলভ্য এই লেবু।

কিভাবে ব্যবহার করবেন জেনে নিন। এক চামচ বেকিং সোডা, আধা চা চামচ লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। তারপর এই পেস্টটি ব্ল্যাকহেডস্ যুক্ত স্থানে লাগিয়ে রেখে দিন ১০ মিনিট। তারপর উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এছাড়া হোয়াইটহেডস্ দূর করতেও লেবুর রস ব্যবহার করতে পারেন। তার জন্য একটি পাত্রে সমপরিমাণ লেবুর রস ও জল নিয়ে সেটা মিশিয়ে হোয়াইটহেডস্-এ লাগান। এরপর সেটিকে হালকা হাতে ম্যাসাজ করতে থাকুন। ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।