বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

কিভাবে আপনার রান্নাঘর আকর্ষণীয় করে তুলবেন ভাবছেন? রইল কিছু টিপস

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: মে ৪, ২০২২, ১২:৫৫ পিএম | আপডেট: মে ৪, ২০২২, ০৬:৫৫ পিএম

কিভাবে আপনার রান্নাঘর আকর্ষণীয় করে তুলবেন ভাবছেন? রইল কিছু টিপস
কিভাবে আপনার রান্নাঘর আকর্ষণীয় করে তুলবেন ভাবছেন? রইল কিছু টিপস

বাড়ি সাজিয়ে ঘুজিয়ে রাখার সাথে সাথে এবার সাজিয়ে গুছিয়ে রাখুন আপনার রান্নাঘরও। রান্নাঘরের পরিবেশ সুন্দর থাকলে আমাদের মন ও সুস্বাদু রান্না দুই -ই ভালো হবে। তবে কিভাবে গুছিয়ে রাখবেন রান্নাঘর? চলুন তবে দেখে নেওয়া যাক রান্নাঘর সুন্দর করে তোলার কিছু উপায়-

১) প্রথমেই দেখতে হবে রান্নাঘরের রং কেমন পছন্দ করছেন। একটু অনন্য রকম রং করতে পারেন রান্নাঘরের। যা আপনার রান্নাঘরের সুন্দরতা বাড়িয়ে তুলবে। 

২) রঙের সাথে সামঞ্জ্যপূর্ণ আসবাবপত্র, এবং রান্নাঘর সাজানোর জিনিস ব্যবহার করতে হবে। এতে রান্নাঘর আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে। 

৩) রান্নাঘর এমনকিছু জিনিস দিয়ে সাজিয়ে তুলুন যা নজর কাড়বে সকলের। যেমন - রান্নাঘরের রঙের সাথে সামঞ্জস্য রেখে সুন্দর দেখে ডিজাইন এর ডিনার সেট সাজিয়ে রাখতে পারেন। 

৪) এছাড়া একটু অন্যরকম ও নজরকাড়া প্লেট বাটি, চামচ ব্যবহার করতে পারেন। যা আপনার রান্নাঘরের সৌন্দর্য্য বাড়িয়ে তুলবে। এবং অন্যান্য দেখাবে।