বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

আপনি কি ত্বকের সৌন্দর্য বাড়াতে চান? তাহলে পান করুন এই বিশেষ চা

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: মে ৪, ২০২২, ০৪:০৫ পিএম | আপডেট: মে ৪, ২০২২, ১০:০৫ পিএম

আপনি কি ত্বকের সৌন্দর্য বাড়াতে চান? তাহলে পান করুন এই বিশেষ চা
আপনি কি ত্বকের সৌন্দর্য বাড়াতে চান? তাহলে পান করুন এই বিশেষ চা

ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি। তবে এবার ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে পান করুন বিশেষ গোলাপ চা। এমনিতে আমরা গোলাপ জল, গোলাপ পাপড়ি এর গুড়ো ইত্যাদি ব্যবহার করে থাকি ত্বকের যত্নে। গোলাপ নানা ভাবে আমাদের ত্বক উজ্জ্বল করে তোলে এবং সৌন্দর্য বৃদ্ধি করে। 

আর এবার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে পান করতে পারেন গোলাপ চা। যা কি না গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করতে হয়। এটি ত্বকের জন্য খুব উপযোগী। আপনি যদি চা প্রেমী হয়ে থাকেন তাহলে মন দিয়ে দেখে নিন এই বিশেষ চা তৈরীর পদ্ধতি। 

গোলাপ চা উজ্জ্বল, মসৃণ ত্বক পেতে সাহায্য করে। এতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এছাড়া এতে উপস্থিত ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি ত্বক নরম রাখতেও সাহায্য করে। 

এই চা খেতে বাইরে যেতে হবে না, আপনি বাড়িতেই তৈরি করতে পারেন এই চা। এই চা তৈরি করবেন যে ভাবে - প্রথমে সসপ্যানে ১ কাপ জল গরম করুন, এরপর তাতে গোলাপের পাপড়ি দিয়ে দিন। তারপর ৩-৪ মিনিট ফুটিয়ে  চা সসপ্যানে ১ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। তারপর চা ছেঁকে সামান্য মধু দিয়ে পান করুন।