মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

মুখে বয়সের ছাপ পড়ছে? রইল দূর করার কিছু সহজ ঘরোয়া কৌশল

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ৬, ২০২২, ০৮:৪৪ পিএম | আপডেট: জুন ৭, ২০২২, ০২:৪৪ এএম

মুখে বয়সের ছাপ পড়ছে? রইল দূর করার কিছু সহজ ঘরোয়া কৌশল
মুখে বয়সের ছাপ পড়ছে? রইল দূর করার কিছু সহজ ঘরোয়া কৌশল

ত্বক ও চুলের যত্ন নিতে অন্যতম ভূমিকা পালন করে ডিম। শুধু যে খাওয়া হয় তা তো নয়, ডিম আরও অনেক কাজে লাগে। প্রোটিন, ফ্যাটসহ আরও অনেক পুষ্টিগুণে ভরপুর এই ডিম। বয়সের ছাপ কমাতে ডিমের ব্যবহার সম্পর্কে আজ জানানো হচ্ছে।

আপনি যদি তারুণ্য ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে ডিম খুবই উপকারী। আর গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন ও লাইকোপিন নামক উপাদান, যা বয়সের ছাপের বিরুদ্ধে লড়াই করে এবং সূর্যের ক্ষতির রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়। আর ত্বকের মৃত কোষ দূর করে প্রাণবন্ত ও সজীব রাখে দুধ। দেখে নিন এর ব্যবহার কৌশল।

প্রয়োজনীয় উপাদান: একটি ডিমের সাদা অংশ, দুই টেবিল চামচ গাজরকুচি নেবেন, এক টেবিল চামচ কাঁচা দুধ নিয়ে নেবেন।

ব্যবহারের পদ্ধতি: ব্যাবহারের জন্য ডিমের সাদা অংশ প্রথমে একটি বাটিতে নিন এবার এর সঙ্গে গাজর ও দুধ ভালোভাবে মেশান। মেশানো হলে মিশ্রণটি আপনার ত্বকে ভালোভাবে লাগান। লাগানো হলে মিশ্রণটি শুকানোর জন্য ২০ মিনিট রাখুন। এখন কুসুম গরম জল দিয়ে মিশ্রণ ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার মিশ্রণটি ত্বকে লাগালেই ফল পাবেন।