শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কার্যত লকডাউনের প্রথম দিনেই মিশ্র ছবি বাজারের

১০:৩৯ এএম, মে ১৬, ২০২১

কার্যত লকডাউনের প্রথম দিনেই মিশ্র ছবি বাজারের

আজ থেকে শুরু হয়েছে কার্যত লক ডাউন। চলবে ৩০ মে পর্যন্ত। এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকায় বাজারের মিশ্র ছবি চোখে পড়েছে। কোথাও ভিড় কোথাও আবার ফাঁকা ফাঁকাতেই হল বাজার পর্ব। তবে ভিড় বাজারের ছবি প্রশ্ন তুলছে লক ডাউন কতটা সফল হবে তা নিয়ে।

এদিন সকাল থেকেই দেখা গেল পূর্ব মেদিনীপুরের বাজারগুলিতে ভিড় চোখে পড়ার মতো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো লাঠি হাতে রাস্তায় নামে পুলিশ। পূর্ব মেদিনীপুরের মেচেদা, নন্দীগ্রামেও দেখা গেল একই ছবি। সবজি-মাছ বাজারে মানুষের ভিড়।

অন্যদিকে, আবার কলকাতায় বেশ কিছু বাজারে ফাঁকা চিত্র দেখা গিয়েছে। একইসঙ্গে করোনা আতঙ্কে বাজার ফাঁকা বলেই দাবি গড়িয়ার বাজারের বিক্রেতাদের। পাটুলিতেও চলছে পুলিশের কড়া নজরদারি। কার্যত লকডাউন জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। একইসঙ্গে, লকডাউনে বেলেঘাটা, কলকাতা বিমান বন্দর, করুণাময়ী ইন্টারন্যাশনাল বাস টার্মিনাল ও সল্টলেক করুণাময়ী ক্রসিংয়ের কার্যত ফাঁকা ছবি চোখে পড়ল।