1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

দোলের আগে নয়া উদ্যোগ বিজ্ঞান মঞ্চের! নদিয়ায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আয়োজিত হল ভেষজ আবির তৈরির কর্মশালা

০৫:৪৩ পিএম, মার্চ ২৭, ২০২১

দোলের আগে নয়া উদ্যোগ বিজ্ঞান মঞ্চের! নদিয়ায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আয়োজিত হল ভেষজ আবির তৈরির কর্মশালা

নিজস্ব প্রতিবেদনঃ নদিয়াঃ মলয় দেঃ দীর্ঘদিন লকডাউন থাকার ফলে, এবং করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা বেশিরভাগ সময় ছিল গৃহবন্দী। তাই তাদের শিশু কিশোর মনে বিষন্নতার ছাপ সরিয়ে, খুশির জোয়ার এনে দিতে সক্ষম হল বিজ্ঞান মঞ্চ। রাত পোহালেই দোল উৎসব। সকলেই মাতবে রঙের খেলায়। আর তার আগেই নয়া উদ্যোগ বিজ্ঞান মঞ্চের।

উল্লেখ্য আগামীকাল দোল উৎসব কিন্তু করোনা আবহে এই দোল উৎসবের আনন্দ অনেকটাই ফিকে হয়ে গেছে, গত বছর থেকেই । এমতাবস্থায় ছাত্রছাত্রীদের মধ্যে দোল উৎসব কে কেন্দ্র করে তাদেরকে উৎসাহিত করতে ভেষজ আবির বানানোর কর্মশালা করলো বিজ্ঞান মঞ্চের কর্ণধার সুব্রত দে।

রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীদের দেখা গেল উৎসাহের সঙ্গে ভেষজ আবির তৈরি করতে। আবির তৈরি শেষে দেখা গেল দোল উৎসবে মাততেও। আগামী দিনে ভেষজ আবির যাতে আরও বেশি করে সাধারন মানুষ ব্যবহার করে তারই আর্তি শোনা গেল সম্মানীয় সুব্রত দের গলায়। ছাত্র-ছাত্রীরাও খুশি ।