1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ফের দুর্ঘটনা মা উড়ালপুলে! আহত সেনাকর্মী

০৮:৪৭ এএম, অক্টোবর ১৮, ২০২১

ফের দুর্ঘটনা মা উড়ালপুলে! আহত সেনাকর্মী

রাতের উড়ালপুলে দুর্ঘটনা যেন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রবিবার রাতে ফের মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম ওই ব্যক্তিকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপরোয়া গতিতেই দুর্ঘটনা ঘটে বলে অনুমান পুলিশের। এসএসকেএম থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল বাইকটি।

পুলিশ সূত্রে খবর, রবিবার মধ্যরাতে আইটিসি হোটেলের ঠিক সামনে মা ফ্লাইওভারে চিংড়িঘাটা র‍্যাম্পে গতি সামলাতে না পেরে ছিটকে পড়েন বাইক আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বাইকে সেনা বলে লেখা ছিল। তাই পুলিশের প্রাথমিক অনুমান ওই আরোহী সেনা কর্মী হতে পারেন। এরপরেই ওই আহত ব্যাক্তিকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়।

উড়ালপুলে বাইকের বেপরোয়া গতির কারণে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে বিপত্তি। কখনও আবার চিনা মাঞ্জার কারণেও বিপদ এড়াতে পারছেন না আরোহীরা। এদিকে, রাত ১০টার পর মা উড়ালপুলে বাইক ওঠা বারণ থাকে। সেক্ষেত্রে দু’দিকেই থাকে কড়া পুলিশি নিরাপত্তা। কিন্তু তা সত্ত্বেও পুলিশের চোখ এড়িয়ে কী ভাবে বাইক উঠল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।