1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ফের ভোগান্তিতে যাত্রীরা! হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একাধিক লোকাল, দূরপাল্লার ট্রেন চলবে ঘুরপথে

মৌসুমী মোদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১০:২৯ পিএম

ফের ভোগান্তিতে যাত্রীরা! হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একাধিক লোকাল, দূরপাল্লার ট্রেন চলবে ঘুরপথে
ফের ভোগান্তিতে যাত্রীরা! হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একাধিক লোকাল, দূরপাল্লার ট্রেন চলবে ঘুরপথে

ফের ভোগান্তিতে যাত্রীরা। আগামী ১০ ও ১১ ডিসেম্বর হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ফের বাতিল হতে চলেছে একাধিক লোকাল। দূরপাল্লার অনেক ট্রেনও চলবে ঘুরপথে। শীঘ্রই চালু হওয়ার কথা রয়েছে শিয়ালদা-চন্দনপুর লোকাল। বিগত কয়েক বছর ধরে জোরকদমে চলছে কাজ। সে কারণেই বারুইপাড়া ও চন্দনপুরের মধ্যে চলছে ফোর্থ লাইন তৈরির কাজ।

এই কাজের জন্য এর আগেও বেশ কয়েক দফায় বাতিল হয়েছে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন। ফের এই ফোর্থ লাইনের কাজের জন্য ১০ ও ১১ ডিসেম্বর বাতিল হচ্ছে একাধিক হাওড়া-বর্ধমান লোকাল। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে।

১০ তারিখ বাতিল থাকছে আপ 36855 হাওড়া-বর্ধমান লোকাল। ১১ তারিখ বাতিল হচ্ছে 36811,36813,36815 আপ হাওড়া-বর্ধমান লোকাল। বর্ধমান থেকে বাতিল হচ্ছে ডাউন 36812,36814,36816, 36856 বর্ধমান-হাওড়া লোকাল।

১০ তারিখ আপ শাখায় ঘুরপথে চলবে 12307 আপ হাওড়া-যোধপুর এক্সপ্রেস, 12321 আপ হাওড়া-মুম্বই CSMT মেল, 12331 আপ হাওড়া-জম্মু তাউই হিমগিরি এক্সপ্রেস। ঘুরপথে চলবে 13165 আপ কলকাতা - সীতামার্হি এক্সপ্রেস, 12987 আপ শিয়ালদহ - আজমির এক্সপ্রেস, 12377 আপ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

ডাউন শাখায় ঘুরপথে চলবে 22502 নিউ তিনসুকিয়া-বেঙ্গালুরু এক্সপ্রেস, 12370 দেরাদুন-হাওড়া-কুম্ভ এক্সপ্রেস, 12308 যোধপুর-হাওড়া এক্সপ্রেস, 13072 জামালপুর - হাওড়া এক্সপ্রেস, 12346 সরাইঘাট এক্সপ্রেস, 12352 রাজেন্দ্রনগর-হাওড়া এক্সপ্রেস।

তালিকায় আছে ডাউন 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, 12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল, 12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস। তালিকায় রয়েছে ডাউন 22214 পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস।

আরও পড়ুন