1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

সাত সকালেই অল্পের জন্য রক্ষা পেল দত্তপুকুর লোকাল

০৯:৩৭ এএম, জানুয়ারি ১৬, ২০২২

সাত সকালেই অল্পের জন্য রক্ষা পেল দত্তপুকুর লোকাল

ময়নাগুড়িতে বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার রেল দুর্ঘটনার সাক্ষী থাকতে চলেছিল আমজনতা। রবিবার সকালে একটুর জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দত্তপুকুর লোকাল। এদিন ঘটনাটি ঘটে বামনগাছি ও বারাসাত স্টেশনের মাঝখানে।

রেল সূত্রে খবর, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদা বনগাঁ ডাউন লোকাল বারাসাত স্টেশনে ঢোকার আগে প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে যায়। চালক নেমে দেখেন রেললাইনের ফিসপ্লেট ভাঙা রয়েছে। দুটি রেললাইনের সংযোগকারী হিসেবে ব্যবহৃত এই ফিসপ্লেট ভাঙ্গা থাকলে যেকোনো মুহূর্তে বড়োসড়ো রেল দুর্ঘটনা ঘটতে পারে।

চালক এই দৃশ্য দেখার পরেই তৎক্ষণাৎ খবর দেন রেল আধিকারিকদের কাছে। আধিকারিকরা ঘটনাস্থলে এসে ট্রেন চলাচল বন্ধ করে দেন। তড়িঘড়ি মেরামত করা হয় ওই ভাঙা ফিস প্লেট। প্রায় ৪০ মিনিট ওই লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। সম্পূর্ণ দিক খতিয়ে দেখে ফের ট্রেন চলাচল চালু করা হয়। তবে এদিন চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় দত্তপুকুর লোকাল। প্রাণে বাঁচেন বহু যাত্রী।