1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

রোগীর খাবারে মরা টিকটিকি, প্রশ্নের মুখে কী বললেন হাঁসপাতাল কর্তৃপক্ষ?

০৭:০৭ পিএম, জুলাই ৩০, ২০২১

রোগীর খাবারে মরা টিকটিকি, প্রশ্নের মুখে কী বললেন হাঁসপাতাল কর্তৃপক্ষ?

সুস্থ হতে হাঁসপাতাল আসা আর সেখানেই গলদ, রোগীর খাবারে মিলল মরা টিকটিকি। ঘটনাটি গুজরাটের গান্ধীনগর সিভিল হাঁসপাতালে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে হাঁসপাতালে (Gandhinagar Civil Hospital)।

যে রোগীকে ওই খাবার দেওয়া হয়েছিল, তাঁর অবস্থা স্থিতিশীল তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাঁসপাতাল সূত্রে খবর । গত বুধবার নিজের খাবারে মরা টিকটিকি দেখতে পাওয়ার পর চিৎকার চেঁচামিচি শুরু করে দেন ওই রোগী, এরপর ঘটনাটি নজরে আসে সকলের।

পাশাপাশি সর্বমোট দৈনিক ৩২৫ জন রোগীকে খাবার সরবরাহ করা হয়।

এই ঘটনার পর হাঁসপাতালের কর্তৃপক্ষ ডঃ নিয়তি লক্ষানি (Dr Niyati Lakhani) জানান হাঁসপাতালের খাবার অক্ষপাত্র (Akshaypatra organization) নামক এক সংস্থার তরফে সরবরাহ হয়। এই ঘটনার পর কার্যত চিন্তার ভাঁজ পরেছে ওই হাঁসপাতালে ভর্তি রোগী ও তাঁদের পরিবারের।