1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

মাধ্যমিক পাশেই ভারতীয় সেনায় একাধিক পদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন খুঁটিনাটি

মৌসুমী মোদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ০২:৩০ পিএম

মাধ্যমিক পাশেই ভারতীয় সেনায় একাধিক পদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন খুঁটিনাটি
মাধ্যমিক পাশেই ভারতীয় সেনায় একাধিক পদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন খুঁটিনাটি / প্রতীকী ছবি

আপনি কি মাধ্যমিক উত্তীর্ণ?  ভারতীয় সেনাবাহিনী কাজ করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ। সম্প্রতি একাধিক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। বিহার রেজিমেন্টাল সেন্টারের (BRC) দানাপুর ক্যান্ট, পাটনা, প্রতিরক্ষা মন্ত্রকে গ্রুপ সি পদে নিয়োগ হবে। মাধ্যমিক উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের শীঘ্রই আবেদনের জন্য জানানো হয়েছে।

এবার একনজরে দেখে নেওয়া যাক শূন্যপদের সংখ্যা, যোগ্যতা ও আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সহ বিস্তারিত সব খুঁটিনাটি!

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

সাফাইকর্মী - শূন্যপদ ৩।
রান্নার লোক বা কুক - শূন্যপদ ৪।
ওয়াশারম্যান - শূন্যপদ ১।
নাপিত - শূন্যপদ ৩।
কার্পেন্টার - শূন্যপদ ১।

শিক্ষাগত যোগ্যতা:
যে কোনও পদের জন্যই আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণির বোর্ড পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া আবশ্যক।

অন্যান্য যোগ্যতা:
সাফাইকর্মী - আবেদনকারীকে দশম শ্রেণি পাশ হতেই হবে। সাফাইয়ের কাজ জানতে হবে। 
রান্নার লোক বা কুক - আবেদনকারীকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার সঙ্গে ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা থাকা জরুরি।
ওয়াশারম্যান - আবেদনকারীকে দশম শ্রেণি পাশ হওয়ার পাশাপাশি সামরিক/অসামরিক পোশাক ভাল করে ধোয়ার দক্ষতা থাকতে হবে আবেদনকারীকে।
নাপিত - আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি চুল, দাড়ি কাটা রপ্ত থাকতে হবে। ১ বছরের অভিজ্ঞতা চাই।
কার্পেন্টার - আবেদনকারীর দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া আবশ্যক। সেই সঙ্গে শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট বা ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে শংসাপত্র এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি।

বয়সসীমা:
প্রতিটি পদের জন্যই আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি সংরক্ষণের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে।
সাফাইকর্মী - ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। (ছাড়: OBC - ৩ বছর, SC - ৫ বছর, এবং ST - ৫ বছর)
রান্নার লোক - ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হওয়া আবশ্যক। (ছাড়: OBC - ৩ বছর, SC - ৫ বছর, এবং ST - ৫ বছর)
ওয়াশারম্যান - ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। (ছাড়: ওবিসি - ৩ বছর)
নাপিত - ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। (ছাড়: OBC - ৩ বছর এবং SC - ৫ বছর)
ছুতার - ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হওয়া বাঞ্চনীয়।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ আগামী ১৩ মে, ২০২২।

এই সংক্রান্ত আরও বিশদে জানার জন্য www.indianarmy.nic.in -এ ক্লিক করুন।

আরও পড়ুন