1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

সুখবর কেন্দ্রীয় সরকারী কর্মীদের! ১ জুলাই থেকে বাড়তে চলেছে বেতন ও DA-এর পরিমাণ

০৩:০৬ পিএম, এপ্রিল ১৫, ২০২১

সুখবর কেন্দ্রীয় সরকারী কর্মীদের! ১ জুলাই থেকে বাড়তে চলেছে বেতন ও DA-এর পরিমাণ

নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সুখবর। এর আগেই ৫২ লক্ষ কর্মচারীদের জন ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রের ঘোষণা, ১ জুলাই ২০২১ থেকেই কার্যকর হবে বর্ধিত মহার্ঘ ভাতা৷ এছাড়াও All India Consumer Price Index (AICPI)-এর তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, জানুয়ারি ২০২১ থেকে ৩০ জুন ২০২১-এর মধ্যে কমপক্ষে ৪ শতাংশ ডিএও বৃদ্ধি পেতে পারে।

কেন্দ্রীয় সরকারী কর্মীদের বেতনকে তিনটি স্তরে ভাগ করা হয়ে থাকে ৷ তা হল, মূল বেতন, ভাত ও বিভিন্ন খাতে টাকা কাটার পরিসংখ্যান ৷কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ নেট সিটিসি ৷ বেতনের সঙ্গে বেসিক অ্যালাউন্সের গুণিতক ৷ নেট স্যালারি হল নেট ডিডাকশন পিএফে অংশদান বা গ্র্যাচুইটি ইত্যাদি ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের পরে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ১৭ শতাংশ থেকে ২৮ শতাংশে পৌঁছে যেতে পারে ৷ এর মধ্যে জুন ২০২০ পর্যন্ত ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত ডিএ ৪ শতাংশ ও জানুয়ারি ২০২১ থেকে জুন ২০২১ পর্যন্ত ৪ শতাংশ অতিরিক্ত ডিএ-ও এর মধ্যে অন্তর্গত ৷

তবে ডিএ বৃদ্ধির একটি খারাপ দিকও রয়েছে। কর্মীর পিএফ ও গ্যাচুইটির ক্ষেত্রে বিশেষ ভাবে খারাপ প্রভাব ফেলে তা। ১ জুলাই ২০২১ থেকে ডিএ বৃদ্ধির ফলে প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ক্ষতিগ্রস্ত হবে৷ অবসরের পরে কর্মীদের সম্বল পিএফ ও গ্র্যাচুইটি। সিজিএফ এর কন্ট্রিবিউশন এবং গ্র্যাচুইটি নির্ণয় করা হয় বেসিক বেতন ও ডিএ-এর ভিত্তিতে৷ তবে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিআর অর্থাৎ ডিয়ানেস রিলিফ রয়েছে৷ ডিএ বাড়ানোর ফলে নির্দিষ্ট নিয়মে বাড়তে চলেছে ডিআরও। গতবছর করোনার ফলে কেন্দ্রীয় বন্ধ হয়েছিল ডিএ। তবে বর্তমানে ডিএ অর্থাৎ ডিআর দুই-ই বৃদ্ধি পাবে৷