1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘আমরা ওদের ৫ জনকে মেরেছি’! প্রকাশ্যে খুনের নিদান দিয়ে বিপাকে বিজেপি নেতা

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০৭:৫০ পিএম

‘আমরা ওদের ৫ জনকে মেরেছি’! প্রকাশ্যে খুনের নিদান দিয়ে বিপাকে বিজেপি নেতা
‘আমরা ওদের ৫ জনকে মেরেছি’! প্রকাশ্যে খুনের নিদান দিয়ে বিপাকে বিজেপি নেতা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এবার প্রকাশ্যেই খুনের নির্দেশ দিলেন বিজেপি নেতা। বুক ফুলিয়ে পিটিয়ে মারার কথা বললেন রাজস্থানের প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা। এভাবে প্রকাশ্যে এমন মন্তব্যের কারণে বিপাকেও পড়লেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়।

ঠিক কী বলেছিলেন এই প্রাক্তন বিজেপি বিধায়ক? সম্প্রতি বিজেপি কর্মীদের নিয়ে এক ঘরোয়া বৈঠক করেছিলেন জ্ঞান দেব আহুজা। সেখানেই ওঠে আলওয়ারের এক সবজি ব্যবসায়ীর মৃত্যুর ঘটনার প্রসঙ্গ। অভিযোগ ছিল, ট্রাক্টর চুরির অজুহাতে চিরঞ্জিলাল সাইনিকে খুন করে এলাকার জনা ২০ লোক। সেই ঘটনার প্রসঙ্গে বলতে গিয়ে আহুজা বলেন, ‘এরকম ঘটনা আমাদের এলাকায় এই প্রথম হল। আমি তো আমার কর্মীদের বলেইছি সুযোগ পেলেই মারো। বাকীটা আমি দেখে নেব।’ এদিকে, তাঁর এই বক্তব্যের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও শেয়ার করেছেন রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা।

ওই ক্লিপে ঠিক শোনা গিয়েছে? আলওয়ারের খুনের ঘটনা নিয়ে আলোচনার মাঝপথে আহুজা বলেন, ‘এনিয়ে বড় আন্দোলনে নামা উচিত। এই প্রথম এরকম ঘটনা ঘটল। এবার ওরা মেরেছে। আমি তো আমার লোকজনকে ছাড় দিয়ে রেখেছি, সুযোগ পেলেই মারো। জামিন আমরাই করাব, মামলা আমরাই লড়ব। আন্দোলেন করতে হলে তার পরিকল্পনা করতে হয়। অনেক কড়া হতে হয়। জয়পুর যাচ্ছি। সব ব্যবস্থা হচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘গো হত্য়ার সঙ্গে জড়িতদের হত্যা করুন।’ রাকবর খান ও পেহলু খানের খুনের ঘটনার কথা সরাসরি উল্লেখ করে, তিনি এও বলেছেন, ‘লালওয়ান্ডি হোক বা বেহরোর, আমরা এখনও পর্যন্ত পাঁচজনের হত্যা করেছি এই কারণে।’

উল্লেখ্য, গোরুপাচারকাণ্ডে বিজেপির কট্টরপন্থীরা টার্গেট করেছে সংখ্যালঘু ও পিছয়ে পড়া শ্রেণির মানুষজনকে। ওই ভিডিও শেয়ার করে গোবিন্দ সিং দোতাসরা লিখেছেন, ‘এবার বিজেপির আসল চেহারা বেরিয়ে পড়েছে। বিজেপি যে ধর্মের নামে সন্ত্রাস চালায়, তার এর থেকে বড় প্রমাণ আর কী হতে পারে? এতদিনে বিজেপির রূপ মানুষ দেখতে পাচ্ছে।’

প্রসঙ্গত, ২০১৭ ও ১৮ সালের ঘটনা। রাকবর ও পেহলু খানকে রামগড়ে খুন করা হয়। সেই সময় সেখানকার বিজেপি বিধায়ক ছিলেন জ্ঞান দেব আহুজা। এই দুই হত্যার ঘটনা উল্লেখ করেই তিনি বাকি কর্মীদের গোহত্যা দেখলেই খুনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আর কোন তিনজনের খুনের কথা তিনি বলেছেন তা স্পষ্ট হয়নি। পেহলু খানের খুনের ঘটনায় অভিযুক্ত ৬ জনকে ২০১৯ সালে বেকসুর খালাস করা হয়েছিল। আর আকবর খানের খুনে এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। স্থানীয় আদালতে সেই মামলা চলেছে এখনও।

বিজেপি নেতার খুনের নির্দেশ দেওয়ার এই ভিডিও শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরই সেই বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর কারণে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারায় আহুজার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে এই প্রথম নয়। এর আগেও বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে এই বিজেপি নেতাকে। এদিকে, আলওয়ারের বিজেপি প্রধান সঞ্জয় সিং ওই ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেন, দলের সঙ্গে আহুজার ওই মন্তব্যের কোনও সম্পর্ক নেই। উনি যা বলেছেন তা ওঁর ব্যক্তিগত মন্তব্য।

অন্যদিকে, এই মন্তব্য করার পরেও ফের অভিযুক্ত বিজেপি নেতা আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছেন তিনি বলেছেন, ‘গরু চোরচালান ও গোহত্য়ার সঙ্গে জড়িত কেউ রেহাই পাবেন না।’ তিনি দাবি করেছেন, ‘আমি বলেছিলাম যে পাঁচজন মেও মুসলিম যাঁরা গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের আমাদের কর্মীরা মেরেছিলেন।’

 

আরও পড়ুন