1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

GST গুঁতোয় আজ থেকেই দাম বাড়বে নিত্যপ্রয়োজনীয় বহু দ্রব্যের! মোদীকে বিঁধলেন এই বিজেপি সাংসদ

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ১৮, ২০২২, ০৪:৪৭ পিএম

GST গুঁতোয় আজ থেকেই দাম বাড়বে নিত্যপ্রয়োজনীয় বহু দ্রব্যের! মোদীকে বিঁধলেন এই বিজেপি সাংসদ
GST গুঁতোয় আজ থেকেই দাম বাড়বে নিত্যপ্রয়োজনীয় বহু দ্রব্যের! মোদীকে বিঁধলেন এই বিজেপি সাংসদ

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ থেকেই দুধ, দই, মাখন, চাল, ডাল পাউরুটি- সহ প্যাকেটজাত পণ্য জিএসটির আওতায় এল। এর জেরে দাম বাড়বে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের। ইতিমধ্যেই এর বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। এবার খোদ বিজেপি সাংসদই এর বিরুদ্ধে সরব হলেন। এর জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। 

৫ শতাংশ জিএসটি যুক্ত হয়ায়র কারণে দামি হল একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস। ৪৭ তম জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, প্যাকেটজাত দুধ, দই, লস্যি, পনিরের উপরে ৫ শতাংশ জিএসটি বেড়েছে। এখানেই শেষ নয়, চাল প্যাকেটজাত আটারও দাম বেড়েছে। এর জেরে চাপ বাড়বে নিঃসন্দেহে মধ্যবিত্তের পকেটে। নতুন সংশোধিত আইনে বলা হয়েছে, কোনও জিনিস গ্রাহকের সামনে যদি প্যাকেটবন্দি করা হয় বা খুচরো বিক্রি করা হয়, তাহলে তা করের আওতাভুক্ত হবে না। শুধুমাত্র আগে প্যাকেটবন্দি করা খাবারগুলির ক্ষেত্রেই লাগু হচ্ছে নতুন কর। 

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ পিলভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধী। সোশ্যাল মিডিয়া পোস্টে বরুণ লিখেছেন, ‘আজ থেকে দুধ, দই, মাখন, চাল, পাউরুটি প্যাক করা পণ্যে জিএসটি প্রযোজ্য। আজ থেকে দুধ, দই, মাখন, চাল, ডাল, পাউরুটি প্যাক করা পণ্যে জিএসটি প্রযোজ্য। রেকর্ড ভঙ্গ বেকারত্বের মধ্যে নেওয়া এই সিদ্ধান্ত মধ্যবিত্তের পরিবার এবং বিশেষ করে ভাড়া বাড়িতে থাকা সংগ্রামরত যুবকদের পকেট হালকা করবে। যখন স্বস্তি দেওয়ার সময় ছিল, তখন আমরা কষ্ট পাই।’

প্রসঙ্গত এটাই প্রথমবার নয়, এর আগেও কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন বরুণ গান্ধী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখে সেনায় চুক্তির ভিত্তিতে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

আরও পড়ুন