1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

অনুমতি ছাড়া আর কোনও এফআইআর করা যাবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে! পর্যবেক্ষণ আদালতের

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৬:৪৩ পিএম

অনুমতি ছাড়া আর কোনও এফআইআর করা যাবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে! পর্যবেক্ষণ আদালতের
অনুমতি ছাড়া আর কোনও এফআইআর করা যাবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে! পর্যবেক্ষণ আদালতের

ফের বড়সড় জয় শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানান, হাইকোর্টের অনুমতি ছাড়া আর কোন এফআইআর করা যাবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

ইতিমধ্যে ২৬ টি এফআইআর স্থগিত করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টের তরফে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর স্বাধীনতা বঞ্চিত করার জন্য এই ধরনের মামলা করা হচ্ছে বলে পর্যবেক্ষণ আদালতের। এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে বেশ কিছু দাবি করেন
সেই প্রেক্ষিতেই এই রায় দেয় আদালত।

আদালতে এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে ৬টি এফআইআর করা হয়েছে একই সময়। অধিকাংশ স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ নিজেই করেছে। মোট ২৬ এফআইআর। মূলত কয়েক ধরনের এফআইআর। যখনই সভায় কিছু বলা হচ্ছে বক্তব্য ধরে এফআইআর করা হচ্ছে। শুভেন্দু‍‍`র ট্যুইটেও সমস্যা।

এর আগেই অবশ্য বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছিলেন,"যেহেতু তিনি বিরোধী দলের নেতা, মানুষের ভোটে নির্বাচিত, তাঁর সন্দেহ আদালত সম্পূর্ণ উড়িয়ে দিতে পারে না। পুলিশ নিজে অথবা একদল মানুষের প্ররোচনায় একের পর এক অভিযোগ এনে, জনগণের প্রতি তাঁর যে কর্তব্য, তা স্তব্ধ করার চেষ্টা করছে"।

আরও পড়ুন