1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘এখনই বিধিনিষেধ নয়, পরিস্থিতির দিকে নজর রেখেছি’! করোনা পরিস্থিতি নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী?

আত্রেয়ী সেন

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৮:০০ পিএম

‘এখনই বিধিনিষেধ নয়, পরিস্থিতির দিকে নজর রেখেছি’! করোনা পরিস্থিতি নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী?
‘এখনই বিধিনিষেধ নয়, পরিস্থিতির দিকে নজর রেখেছি’! করোনা পরিস্থিতি নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের চোখ রাঙাচ্ছে করোনা। চিনে নতুন করে করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে। করোনার বাড়বাড়ন্ত নতুন করে সেদেশে আতঙ্ক সৃষ্টি করেছে। গত তিন বছরের তুলনায় সবথেকে ভয়ঙ্কর করোনা পরিস্থিতির সম্মুখীন হয়েছে চিন। এদিকে, এদেশেও ঢুকে পড়েছে করোনা নয়া প্রজাতি। এই পরিস্থিতে কেন্দ্রের তরফে সব রাজ্যকে সতর্ক করা হয়েছে। এই আবহে করোনা নিয়ে এই মুহূর্তে ভয় পাওয়ার সেই বলেই স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও করোনা পরিস্থিতির মোকাবিলা করা হয়েছে। সাবধানে থাকতে ইতিমধ্যেই মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে ইতিমধ্যেই।

এদিন বিকেলে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান। সেখানে প্রায় ঘণ্টা দেড়েক রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের কারণ এবং রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

চিনে করোনার নয়া প্রজাতি ভারতেও ঢুকে পড়েছে, এই দেশে ইতিমধ্যেই ৪ জনের আক্রান্তের হদিশ মিলেছে ওমিক্রন বিএফ পয়েন্ট সেভেন-এ।  আবার দিল্লিতেও অনেকের এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। গোটা বিশ্বে চোখ রাঙাচ্ছে ওমিক্রন বিএফ পয়েন্ট সেভেন (Omicron BF.7)। পরিস্থিতির দিকে নজর রাখতে স্বাস্থ্যসচিবকে নিয়ে বুধবারই মনিটারিং কমিটি গঠনের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে এদিন করোনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভেবেছিলাম করোনা তো শেষ হয়ে গিয়েছে কিন্তু আবার হচ্ছে। দিল্লিতে হচ্ছে। জাপানে হচ্ছে। ইতিমধ্যেই দিল্লিতে এসে পৌঁছে গিয়েছে। এখানে পৌঁছতে আর কত সময় লাগবে! যদি আসে তাহলে তখন আবার সেভাবে ব্যবস্থা নেব। পুরো পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।’

করোনা পরিস্থিতিতে কি বন্ধ হয়ে যাবে এবারের গঙ্গাসাগর মেলা? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোভিড পরিস্থিতির মধ্যেও বিধিনিষেধ মেনে গঙ্গাসাগর মেলা হয়েছে। আমাদের এখানে এখনও কিছু হয়নি। হলে তখন প্রিকশন নেওয়া যাবে। তা বলে কি মানুষ উৎসব পালন করবে না? যেহেতু এখন এখানে করোনা হয়নি তাই লোকে চিন্তামুক্ত হয়ে ঘুরছে মানুষ। হওয়ার আগে হবেই, এমনটা আমি ভাবতে চাই না। আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি। এখানে হলে মাস্ক-সহ যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।’

অন্যদিকে, নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য প্রশাসনের সম্পর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘রাজ্যপাল অত্যন্ত সজ্জন মানুষ। রাজ্য সরকারকে তিনি সহযোগিতা করেন। যেকোনও সমস্যায় খোলাখুলি আমরা আলোচনা করে নিতে পারি। উনি যেভাবে সহযোগিতা করেন তাতে রাজ্য আর সমস্যায় পড়বে না বলেই মনে হয়।’

আরও পড়ুন