1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর এসএসসি! ১৫০০-র বেশি আসনে চাকরির বিজ্ঞপ্তি জারি কমিশনের

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৮:৪৫ পিএম

হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর এসএসসি! ১৫০০-র বেশি আসনে চাকরির বিজ্ঞপ্তি জারি কমিশনের
হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর এসএসসি! ১৫০০-র বেশি আসনে চাকরির বিজ্ঞপ্তি জারি কমিশনের

হাইকোর্টের নির্দেশের পরেই নড়েচড়ে বসল স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করা হলো কমিশনের তরফে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৫০০-এর বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া।

নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক জর্জরিত রাজ্য। এসএসসিকে একের পর এক নির্দেশ দিয়েছে আদালত। সে ক্ষেত্রে যোগ্যপ্রার্থীদের অবিলম্বে চাকরি দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফে। পুজোর আগেই যাতে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও কড়া নির্দেশ দিয়েছে আদালত। এবার তারপরেই নরে চরে বসলো, স্কুল সার্ভিস কমিশন।

কমিশন সূত্রে খবর, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৫০০ এর বেশি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে এই প্রক্রিয়া। দুর্গা পুজো ও কালী পূজার মাঝে যে সময় রয়েছে সেই সময়ের মধ্যেই আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চাইছে কমিশন। গোটা প্রক্রিয়া শেষ করতে অন্তত ১৫ দিন সময় লাগবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।

প্রসঙ্গত, হাইকোর্টের অনুমতি নিয়ে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করতে চায় এসএসসি। দীর্ঘ আট বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় জর্জরিত হয়ে পড়েছেন এসএসসির রাঘব বোয়ালরা। এমনকি বহু যোগ্যপ্রার্থীরা চাকরি পাননি এই অভিযোগে উঠেছে বারংবার। তাই এবার হাইকোর্টের নির্দেশের পরেই বিজ্ঞপ্তি জারি করল এসএসসি।

আরও পড়ুন