1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

আজকের স্পেশাল আলু ফুলকপির নিরামিষ পকোড়া রেসিপি, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১২:৫১ পিএম

আজকের স্পেশাল আলু ফুলকপির নিরামিষ পকোড়া রেসিপি, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি
আজকের স্পেশাল আলু ফুলকপির নিরামিষ পকোড়া রেসিপি, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

প্রয়োজনীয় উপকরণ: আলু- 2টো, ফুলকপি-1টা, ছোলার ডাল 1 কাপ সারারাত ভিজিয়ে বেটে নিতে হবে, এলাচ- 5টা, দারচিনি- 3 টুকরো, তেজপাতা- 1টা, আদাবাটা- 1 টি স্পুন, গোটা জিরে- 1 টি স্পুন, জিরা গুঁড়ো-2 টি স্পুন, গরম মশলা গুঁড়ো-1 টি স্পুন, হলুদ ও গোলমরিচ গুঁড়ো-পরিমানমতো, তেল- 1 কাপ, কাঁচা লঙ্কা- ইচ্ছানুযায়ী (কিছু কেটে, কিছু আস্ত), নুন ও চিনি- আন্দাজমতো নিয়ে নেবেন।

প্রস্তুত প্রনালী: ডাল বাটায় স্বাদমতো নুন ও কালোজিরা মিশিয়ে ছোট ছোট আকারে বড়া ভেজে নিন। এরপর আভেনে কড়াই বসিয়ে তাতে তেজপাতা আর জিরে গুঁড়ো ফোড়ন দিয়ে দিন। এর পর ওই তেলে আলু ও ফুলকপি ভেজে নিন। লালা হয়ে গেলে ওই কড়াইতে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মশলা দিয়ে তেল বেরোতে শুরু করলে তাতে একটু জল দিয়ে দিন।তরকারি ফুটে আলু-কপি সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিন। উপর থেকে ১ টেবিল চামচ ঘি দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে।

আরও পড়ুন