1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

রুপো নয়, মীরাবাঈ চানু পেতে পারেন সোনার পদকই! কীভাবে? হঠাৎ শুরু জল্পনা

০৪:৫৭ পিএম, জুলাই ২৬, ২০২১

রুপো নয়, মীরাবাঈ চানু পেতে পারেন সোনার পদকই! কীভাবে? হঠাৎ শুরু জল্পনা

টোকিও অলিম্পিকের প্রথম দিনই ইতিহাস গড়েছিলেন সাঁইখম মীরবাঈ চানু। অলিম্পিক্সে মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন বিভাগে রুপো জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন মনিপুরের ইম্ফলের এই কন্যা। ২১ বছর পর ভারতের হয়ে ভারোত্তোলনে পদক পেলেন কোনও মহিলা অ্যাথলিট। তবে এবার জোর জল্পনা, রুপো নয়, বরং সোনার পদকই পেতে পারেন মীরাবাঈ। সে সম্ভাবনাও তৈরি হয়ে গিয়েছে। কীভাবে?

আসলে, টোকিও মহিলাদের ৪৯ কেজির ভারোত্তোলন বিভাগে সোনা জিতেছেন চিনের হোউ জিহুই। কিন্তু তাঁকে ডোপ টেস্টের নির্দেশ দেওয়া হয়েছে। ইভেন্টের আগে হোউ কোনও শক্তিবর্ধক ওষুধ খেয়েছেন কিনা, তা পরীক্ষা করে দেখতে চায় অলিম্পিক্সের অ্যান্টি ডোপিং কর্তৃপক্ষ। এই কারণে টিকা অ্যাথলিটকে আপাতত টোকিওতেই থাকতে হবে। হোউ ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেই সোনার পদক পেয়ে যাবেন মীরাবাঈ চানু৷ তৈরি হবে আরেক নতুন ইতিহাস।

উল্লেখ্য, অলিম্পিক্সে ভারোত্তোলনে এই প্রথম রুপো জিতেছে ভারত৷ অলিম্পিকে ভারোত্তোলনে দ্বিতীয় হয়ে রূপোর পদক নিশ্চিত করেন মীরাবাঈ। প্রথমবার ৮৪ কেজি এবং দ্বিতীয়বারের চেষ্টায় ৮৭ কেজি ওজন তোলেন তিনি। তবে তৃতীয়বার ৮৯ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন। কিন্তু চিনের হোউ জিহুই ৯২ কেজি ওজন তুলে ফেলেন। অন্যদিকে, শেষ চেষ্টায় ১১৭ কেজি তুলতে ব্যর্থ মীরাবাঈ। শেষ পর্যন্ত ১১৫ কেজি ওজন তুলে রূপো নিশ্চিত করেন তিনি। প্রথম হয়ে সোনার পদক পায় চিন।

https://twitter.com/PIBBhopal/status/1419584658874896387

কিন্তু তারপরই ডোপিং-এর সম্ভাবনার সৃষ্টি হয়েছে। হোউয়ের ডোপ পরীক্ষার ফল পজিটিভ এলেই রুপোর বদলে স্বর্ণপদক পাবেন চানু। সে নিয়েই এখন জোর আলোচনাও চলছে। অন্যদিকে, আজ সন্ধ্যাতেই দেশে ফিরে আসছেন মীরাবাঈ চানু৷ তাঁকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছেন সারা দেশের মানুষ।