1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

বড় সিদ্ধান্ত নবান্নের! নতুন করে ৭০০০-এর অধিক পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ

০৯:৪০ এএম, সেপ্টেম্বর ১৪, ২০২১

বড় সিদ্ধান্ত নবান্নের! নতুন করে ৭০০০-এর অধিক পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সোমবারই ভুল প্রশ্ন মামলায় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে বলা হয় যে, ‘যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করুন। এখনই তা সম্ভব না হলে, ভবিষ্যতে শূন্যপদগুলি তৈরি হলে সেখানে নিয়োগ করুন।এই চাকরিপ্রার্থীরা কতদিন আর লড়াই করবে!’

হাইকোর্টের এই বক্তব্যের পর, সোমবারই প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত নেওয়া নয় নবান্নের তরফে। এদিন মন্ত্রিসভার বৈঠকে নতুন করে শূন্যপদ তৈরির সিদ্ধান্তে সিলমোহর পড়ে।

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তর ২৪ পরগণা এবং মালদহে ৩১৭৯ শূন্যপদ তৈরি করেছে স্কুল শিক্ষা দফতর। এছাড়াও ৩৯২৫ শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। অর্থাৎ এর ফলে রাজ্যে ৭ হাজারের বেশি পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ জুন রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে, ‘পুজোর আগে নেওয়া হবে ১৪ হাজার আপার প্রাথমিক শিক্ষক এবং ১০ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক। পুজোর পর মার্চের মধ্যে সাড়ে ৭ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হবে। মোট ৩২ হাজার নিয়োগপত্র দেবে রাজ্য সরকার।’