1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

উর্দ্ধমুখী জ্বালানি তেলের মূল্য! রাজস্থানে পেট্রলের দাম লিটার পিছু ১০০ টাকা

১১:৩৮ এএম, ফেব্রুয়ারি ১৮, ২০২১

উর্দ্ধমুখী জ্বালানি তেলের মূল্য! রাজস্থানে পেট্রলের দাম লিটার পিছু ১০০ টাকা
বংনিউজ২৪x৭ডিজিটাল ডেস্কঃ এখনও পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। ক্রমাগত বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম, কমার কোনও সম্ভবনাই নেই। কতো দূর গিয়ে যে থামবে এই দাম, তা বোঝাই যাচ্ছে না। সাধারণ মানুষের কপালে স্বভাবতই চিন্তার ভাঁজ পড়েছে। সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি তো রয়েইছে। এই মুহূর্তে রাজস্থানে ১০০ ছুঁয়েছে লিটার পিছু পেট্রলের দাম। তবে, আজ বাজার খোলার পর, পেট্রল এবং ডিজেলের দাম একই রয়েছে। এটাই যা স্বস্তির খবর। দিল্লিতে পেট্রলের দাম ৯০ ছুঁয়েছে ইতিমধ্যেই। কলকাতায় এখন লিটার প্রতি পেট্রলের দাম ৯০.৭৮ পয়সা। মুম্বইয়ের অবস্থাও খারাপ। সেখানে সাধারণ মানুষের মাথায় হাত ওঠার জোগাড়। তার কারণ, মুম্বইয়ে এই প্রথমবার পেট্রলের দাম হয়েছে লিটার প্রতি ৯৬ টাকা। এর সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে ডিজেলের দামও। উল্লেখ্য, ভারতেই পেট্রল এবং ডিজেলের দাম এতো বেশি। কারণ প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চিনে এতো বেশি নয়। পাকিস্তানে ভারতীয় মুদ্রায় পেট্রলের দাম লিটার প্রতি ৫১.১৪ টাকা এবং চিনে লিটার প্রতি ৭৪.৭৪ টাকা। এবারের বাজেট পেশের পরপরই আশঙ্কা করা হচ্ছিল যে, এবারও বাড়তে চলেছে জ্বালানির দাম। সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই। তবে, এভাবে জ্বালানির মূল্যবৃদ্ধিতে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সম্প্রতি কেন্দ্রের পেশ করা বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ পেট্রল-ডিজেলের উপর কৃষি সেস বসিয়েছেন। পেট্রলে লিটারপ্রতি চার টাকা এবং ডিজেলে লিটারপ্রতি ২.৫ টাকা অতিরিক্ত সেস বসেছে। তবে, এ প্রসঙ্গে অর্থমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, ছিল, এই অতিরিক্ত সেসের প্রভাব সরাসরি সাধারণ মানুষের উপর পড়বে না। তা যাবে তেল বিক্রয়কারী সংস্থাগুলির পকেট থেকে। তবে দেখা যাচ্ছে, অর্থমন্ত্রকের সেই দাবির সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। বাজেট পেশের পর, নিয়মিত দাম বাড়িয়েই চলেছে সংস্থাগুলি। যার জেরে প্রায় প্রতিদিনই নতুন রেকর্ডে পৌঁছে যাচ্ছে জ্বালানির দাম। এদিকে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত সপ্তাহে সংসদে বলেছিলেন, সরকার জ্বালানির রেকর্ড দাম কমানোর জন্য আবগারি শুল্ক হ্রাস করার বিষয়ে এখনই কোনও কিছু ভাবছে না। প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে থাকার পরেও, দেশে এভাবে জ্বালানি তেলের মুল্যবৃদ্ধির একমাত্র কারণ কেন্দ্রের চাপানো অতিরিক্ত সেস এবং অন্তঃশুল্ক। এর সঙ্গে রাজ্যের চাপানো শুল্ক তো রয়েইছে।