1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

নজরে পঞ্চায়েত ভোট! চার দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী , করবেন একগুচ্ছ কর্মসূচি

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০২:৫০ পিএম

নজরে পঞ্চায়েত ভোট! চার দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী , করবেন একগুচ্ছ কর্মসূচি
নজরে পঞ্চায়েত ভোট! চার দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী , করবেন একগুচ্ছ কর্মসূচি

আগামীকাল মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। তার আগেই আজ সোমবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর চার দিনের জন্য পূর্ব মেদিনীপুরে এবং পশ্চিম মেদিনীপুরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে পাড়ি দিচ্ছেন দলনেত্রী। সেখানে পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি প্রশাসনিক বৈঠক রয়েছে তার।

এখন রাজনৈতিক দলগুলির পাখির চোখ পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই এই নিয়ে নেতাজি ইন্দোরে বুথ কর্মী সম্মেলনের বৈঠক সেরেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেখানে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এবার প্রত্যেক জেলায় জেলায় প্রশাসনিক কাজকর্মের হাল হকিকত খতিয়ে দেখতে জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী নিজেই। একই সঙ্গে দলের সাংগঠনিক স্তরের জল মাপতেও এখন থেকেই কোমর বাঁধছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

জানা গিয়েছে, আজ বিকেলে খড়গপুর যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে সরকারি কর্মসূচি রয়েছে তার। এরপর আগামীকাল জেলা পরিষদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও জেলা পরিষদের সভাধিপতিদের নিয়েও আলোচনা হতে পারে। এরপর বুধবার নিমতৌড়ি যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক হবে। এছাড়াও দিঘার মেরিন ড্রাইভের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে সেদিন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতির পথটি ফাঁকা রয়েছে। তাই সেখানে দ্রুত সেই পথ পূরণ করতে হবে। তাই এবারের জেলা সফরে গিয়ে সেই নাম চূড়ান্ত করতে পারেন মুখ্যমন্ত্রী। মূলত দলীয় বৈঠকেই সেই নাম চূড়ান্ত হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন