1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

আজকের স্পেশাল রেসিপি বাসন্তী পোলাও

১২:২৮ পিএম, অক্টোবর ৩, ২০২১

আজকের স্পেশাল রেসিপি বাসন্তী পোলাও
আজকের স্পেশাল রেসিপি বাসন্তী পোলাও। জেনে নিন বানানোর পদ্ধতি - প্রয়োজনীয় উপকরণ : ৫০০-৬০০ গোবিন্দভোগ চাল, পরিমাণ মতো লবণ, চিনি ১০০ গ্রাম, হলুদগুঁড়া ২০ গ্রাম, তেল ১০০ মিলি, ঘি ১৫০ গ্রাম, কাজুবাদাম ১০০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, লবঙ্গ ৫টি, জয়িত্রী ৭ থেকে ৮টি, তেজপাতা ৩টি, ছোট এলাচ ৫ থেকে ৬টি, ছোট দারচিনির টুকরা ৩টি, হাফ লিটার জল। পদ্ধতি : খুব ভালো করে ঠাণ্ডা জলে গোবিন্দভোগ চাল ধুয়ে নিন৷ এরপর ভেজা চাল শুকিয়ে নিন কিছুক্ষণ৷ শুকিয়ে যাওয়া চালে ঘি, হলুদ, আধ চাচামচ লবণ, গরম মশলার গুঁড়া ভালো করে মিশিয়ে নিন৷ এরপর একটি কড়াই গরম করে তাতে ১ টেবিল চামচ ঘি দিন৷ তাতে কাজু কিশমিশ দিয়ে নাড়তে থাকুন৷ একু সোনালি রং হলে তা নামিয়ে নিন৷ এরপর আবার কড়াইয়ে ঘি একটু গরম করে তাতে তেজপাতা এবং শুকনা গোটা গরম মশলা দিয়ে নাড়ুন৷ ভালো গন্ধ বের হলে চাল দিন৷ এবার বাদাম, কিশমিশ, চিনি দিয়ে আঁচ কমিয়ে পানি দিন৷ প্রায় ১৫ মিনিট পরে চেক করুন৷ দেখবেন হয়ে এসেছে৷ নামানোর পর দুই টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন এতে৷ অনেকে আবার আতর অথবা গোলাপ জলও দিয়ে থাকেন৷