1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

IPL 2022: ম্যাচ জিতেও এই বড় ভুলে ২৪ লাখ টাকা জরিমানা রাহুলের! রেহাই পেলেন না টিমের বাকিরাও

মৌসুমী মোদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ০২:২৫ পিএম

IPL 2022: ম্যাচ জিতেও এই বড় ভুলে ২৪ লাখ টাকা জরিমানা রাহুলের! রেহাই পেলেন না টিমের বাকিরাও
ম্যাচ জিতেও এই বড় ভুলে ২৪ লাখ টাকা জরিমানা রাহুলের! রেহাই পেলেন না টিমের বাকিরাও

রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। আর এই ম্যাচ জিতেও বড় ভুল করে ফেললেন অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। স্লো-ওভাররেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা হল তাঁর। রেহাই পাননি টিমের বাকি সতীর্থরাও।

এদিন নির্ধারিত সময়ের মধ্যে কুড়ি ওভার শেষ করতে পারেননি লখনউ অধিনায়ক কেএল রাহুল। সে জন্য তাঁকে দিতে হবে ২৪ লক্ষ টাকা জরিমানা। দলের বাকি সতীর্থদের উপর পড়ল বড় কোপ। বাকিদের জরিমানা হয়েছে ৬ লক্ষ টাকা।

প্রসঙ্গত, এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলের (IPL 2022) দ্বিতীয় অর্ধ শতরান করলেন কেএল রাহুল। মুম্বইদের বোলারদের রীতিমতো তুলোধনা করে ৬২ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। যখন উল্টো দিক থেকে পরপর উইকেট পড়ছে তখনও একদিক ধরে রেখে অধিনায়কোচিত ইনিংস খেলেন রাহুল। তাঁর দুরন্ত ব্যাটিংয়ে ভর করেই ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে লখনউ। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে থেমে যায় মুম্বইয়ের ইনিংস। ৩৬ রানে ম্যাচ জেতে লখনউ।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে আসে লখনউ। তবে এই জয়ের মাঝেও কাঁটা হয়ে বিঁধে রইল দলের জরিমানা।

আরও পড়ুন