1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

মুম্বইয়ের ভরসা শেষ! চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে পন্থকে, হতে পারে দু‍‍`বার অস্ত্রোপচার

মৌসুমী মোদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৮:৫০ পিএম

মুম্বইয়ের ভরসা শেষ! চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে পন্থকে, হতে পারে দু‍‍`বার অস্ত্রোপচার
মুম্বইয়ের ভরসা শেষ! চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে পন্থকে, হতে পারে দু‍‍`বার অস্ত্রোপচার

মুম্বইয়ে চিকিৎসা শুরু হয়েছে গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থের। তাঁর লিগামেন্টের অস্ত্রোপচার হবে। ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে পন্থকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঋষভ পন্থের লিগামেন্টের চিকিৎসার জন্য এখনই অস্ত্রোপচার দরকার। সে কারণেই তড়িঘড়ি দেহরাদূন থেকে তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বই। বোর্ডের সূত্রে তেমনটাই জানা গিয়েছে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে তাঁর চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

বাঁহাতি উইকেটকিপারের চোট অনেকটাই রবীন্দ্র জাডেজার চোটের মতোই। কয়েক মাস আগে জাদেজারও হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। পন্থেরও হাঁটুর অবস্থা ভাল নয়। অন্ততপক্ষে ৬ মাস হয়ত সময় লাগবে তাঁর পুরো সুস্থ হয়ে উঠতে, এমনই মনে করছেন চিকিসকরা।

পন্থের শরীরের বিভিন্ন জায়গায় চোট রয়েছে। তবে হাঁটুর চোট নিয়েই সব থেকে বেশি চিন্তিত চিকিৎসকরা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, পন্থকে আস্ত্রোপচারের জন্য লন্ডন নিয়ে যাওয়া হবে। জানা যাচ্ছে, পন্থের হাঁটু ও গোড়ালিতে অপারেশন হবে। অর্থাৎ লন্ডনে পন্থের শরীরে দুবার অপারেশন হবে।

এখন প্রশ্ন হচ্ছে, কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন পন্থ! চিকিৎসকরা বলছেন, পন্থের সেরে ওঠার উপর নির্ভর করছে সব কিছু। পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত তাঁকে লন্ডন থেকে দেশে আনা হবে না। চিকিৎসকরা বলছেন, ৯-১০ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে পন্থকে।

আরও পড়ুন