1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

কোহলিকে ছুঁলেন রোহিত! দ্বিতীয় ভারতীয় হিসাবে টি-২০তে অনন্য নজির গড়লেন ‍‍`হিটম্যান‍‍`

মৌসুমী মোদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৩:২০ পিএম

কোহলিকে ছুঁলেন রোহিত! দ্বিতীয় ভারতীয় হিসাবে টি-২০তে অনন্য নজির গড়লেন ‍‍`হিটম্যান‍‍`
কোহলিকে ছুঁলেন রোহিত! দ্বিতীয় ভারতীয় হিসাবে টি-২০তে অনন্য নজির গড়লেন ‍‍`হিটম্যান‍‍`

চলতি আইপিএল-এর মঞ্চে নয়া মাইলফলক স্পর্শ করলেন বিশ্ববন্দিত ভারতীয় ওপেনার রোহিত শর্মা। টি-২০ ক্রিকেটে ১০,০০০ রানের গণ্ডী পেরোলেন তিনি। ছুঁলেন সতীর্থ বিরাট কোহলিকে। বিরাটের পর বিশ্বের দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই অনন্য নজির গড়লেন ‍‍`হিটম্যান‍‍`।

টি-২০তে ১০ হাজার রান স্পর্শ করতে মাত্র ২৫ রান দরকার ছিল রোহিতের। বুধবার আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নেমেই শেষমেশ এই নজির গড়ে ফেললেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। এদিন পাঞ্জাবের বিরুদ্ধে পুণের এমসিএ স্টেডিয়ামে ১৭ বলে ২৮ রান করলেন রোহিত। মারলেন ৩টি বাউন্ডারি ও ২টি ছক্কা। আর এই রান করা মাত্রই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ১০ হাজারের অনন্য মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মুম্বইকার৷

রোহিত দশ হাজার রানের গণ্ডী বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটের এই রেকর্ডে নাম তুলে ফেললেন। তাঁর আগে এই তালিকায় রয়েছেন, ক্রিস গেইল, শোয়েব মালিক, কায়রন পোলার্ড, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি এবং ডেভিড ওয়ার্নার। বিরাট গত বছরের সেপ্টেম্বরে আইপিএল ২০২১-এর মঞ্চেই ১০,০০০ টি-২০ রান পূর্ণ করেছিলেন।

এবার দেখে নেওয়া যাক টি-২০তে সর্বাধিক রানশিকারির তালিকা-

ক্রিস গেইল : ৪৬৩  ম্যাচে ১৪,৫৬২ রান
শোয়েব মালিক : ৪৭২ ম্যাচে ১১,৬৯৮ রান
কায়রন পোলার্ড : ৫৮৩ ম্যাচে ১১,৪৮৪ রান
অ্যারন ফিঞ্চ : ৩৪৮ ম্যাচে ১০,৪৯৯ রান
বিরাট কোহলি : ৩৩০ ম্যাচে ১০,৩৭৯ রান
ডেভিড ওয়ার্নার : ৩১৫ ম্যাচে ১০,৩৭৩ রান
রোহিত শর্মা : ৩৭৫ ম্যাচে ১০,০০৩ রান

আরও পড়ুন