1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বপ্নের কামব্যাক ভিনেশ ফোগাটের! ব্রোঞ্জ জিতে উজ্জ্বল করলেন দেশের মুখ

মৌসুমী মোদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ১১:৩৫ এএম

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বপ্নের কামব্যাক ভিনেশ ফোগাটের! ব্রোঞ্জ জিতে উজ্জ্বল করলেন দেশের মুখ
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বপ্নের কামব্যাক ভিনেশ ফোগাটের! ব্রোঞ্জ জিতে উজ্জ্বল করলেন দেশের মুখ

কামব্যাক বোধহয় একেই বলে! বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের (World Wrestling Championship) প্রথম রাউন্ডেই হেরে বসেছিলেন। তবে মাত্র কয়েক ঘণ্টার তফাতেই বদলে গেল সেই চিত্র! স্বপ্নের প্রত্যাবর্তন করলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে বুধবার তিনি জিতে নিলেন ব্রোঞ্জ পদক। আর ভিনেশ জেতায় এই চ্যাম্পিয়নশিপে এদিন ভারতের প্রথম পদকও নিশ্চিত হল।

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে শুরুটা একদমই ভালো করতে পারেননি ভিনেশ। প্রথম রাউন্ডেই ৭-০ হেরে গিয়েছিলেন তিনি। তাঁর এমন পারফরম্যান্স সকলকেই হতাশ করেছিল তো বটেই! তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না ভারতের এই তারকা কুস্তিগীর।

প্রথম রাউন্ডে ভিনেশ যাঁর কাছে হারেন, সেই মঙ্গোলিয়ান প্রতিপক্ষ খুলান বাতখুয়াগ এদিন ফাইনালে চলে যাওয়াতে রপেসঁ বিভাগে লড়াই করার সুযোগ পান ভিনেশ। আর দ্বিতীয় সুযোগ পেয়ে আর কোনও ভুল করেননি ‍‍`চ্যাম্পিয়ন‍‍` কুস্তিগীর। রঁপেস রাউন্ড জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেন তিনি।

এদিন রপেসঁ বিভাগের ফাইনাল ম্যাচে সুইডেনের  প্রতিপক্ষ এমা জোনাকে পরাস্ত করেন ভিনেশ। রপেসঁ ফাইনালে এমাকে ৮-০ হারিয়ে দেন ভারতীয় তারকা। আর এই জয়ের ফলেই ব্রোঞ্জ পদক ওঠে তাঁর গলায়।

উল্লেখ্য, এই পদক জিততেই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দু‍‍`টি পদক জয়ের নজির গড়লেন ভিনেশ‌। এর আগে ২০১৯ সালে নূর সুলতানে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের হয়ে সোনা জিতেছিলেন তিনি। চলতি বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও সোনা জিতে সকলের প্রশংসা কুড়িয়েছেন ভিনেশ।

আরও পড়ুন