1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‍‍`বিরাটকে আমরা এখনও ভয় পাই‍‍`, বড় মন্তব্য করে বসলেন পাকিস্তানের এই ক্রিকেটার

মৌসুমী মোদক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২, ০৬:৩০ পিএম

‍‍`বিরাটকে আমরা এখনও ভয় পাই‍‍`, বড় মন্তব্য করে বসলেন পাকিস্তানের এই ক্রিকেটার
‍‍`বিরাটকে আমরা এখনও ভয় পাই‍‍`, বড় মন্তব্য করে বসলেন পাকিস্তানের এই ক্রিকেটার

এশিয়া কাপের সবথেকে বড় ম্যাচটা আগামী ২৮ অগাস্ট আয়োজন করা হবে। রবিবার ভারত এবং পাকিস্তান দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচে আপতত প্রত্যেকের নজর বিরাট কোহলির উপরে রয়েছে। প্রায় একমাসের বিশ্রাম গ্রহণ করার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন। তবে এই ম্যাচ শুরু হওয়ার আগে পাকিস্তান ক্রিকেট দলের সহঅধিনায়ক শাদাব খান একটি বিতর্কিত মন্তব্য করলেন।

বর্তমানে বিরাট কোহলির ব্যাটে রানের খরা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিরাট কোহলি আগে যে ভয়ের পরিস্থিতি তৈরি করতেন, এখন সেটা আর করতে পারেন না। কিন্তু, শাদাব সবাইকে ভুল প্রমাণ করে স্পষ্ট জানিয়ে দিলেন যে বিরাট কোহলিকে আজও গোটা পাকিস্তান ক্রিকেট দল ভয় পায়। পাকিস্তান ক্রিকেট দলের সহ অধিনায়ক শাদাব খান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিরাট কোহলি সম্পর্কে মন্তব্য করলেন। সাংবাদিকরা যখন তাঁকে জিজ্ঞাসা করেন, ‍‍`বিরাট কোহলি তো সবসময়ই পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলেন। কিন্তু, বর্তমানে ওঁর ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটাররাও জানিয়েছেন যে বিরাট কোহলি আপাতত আগের মতো সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করতে পারবেন না। এই প্রসঙ্গে আপনি কী বলবেন?‍‍`

সাংবাদিকের ওই প্রশ্ন শুনে শাদাব খান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের ধারণাকে একেবারে ভুল প্রমাণ করে দিলেন। কিছুটা হেসে তিনি জবাব দিলেন, ‍‍`যাঁরা বর্তমানে খেলেন না, তাঁদের এমন কথা মনে হতেই পারে। এখনও পরিস্থিতি একই রয়েছে। যাঁরা খেলেন না, তাঁদের একথা মনে হচ্ছে যে বিরাট কোহলি বর্তমানে ভয় পাওয়ানোর জায়গায় নেই। কিন্তু, উনি তো কিংবদন্তী ক্রিকেটার। বিরাট যথেষ্ট বড় মাপের একজন ক্রিকেটার। ব্যাট হাতে তিনি মাঠে নামলে বিপক্ষের সকলেই ভয় পান। আমরা একেবারেই চাই না বিরাট কোহলি আমাদের বিরুদ্ধে রান করুন।‍‍`

পাশাপাশি শাদাব খান এও আশা করছেন যে বিরাট কোহলিকে পুরনো ফর্মে ফিরতে দেখার ইচ্ছেও তাঁর রয়েছে। তিনি আরও বললেন, ‍‍`ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থণা করব যে উনি যেন ফর্মে ফিরতে পারেন। বিরাট এখনও যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন। কিন্তু উনি নিজের এমন একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছেন যে তিনি যাই করুন, সেটাই আপাতত খারাপ ফর্ম বলে মনে হচ্ছে। আমি চাইব বিরাট শতরান করুন। তবে আমাদের বিরুদ্ধে নয়, অন্য কোনও দলের বিরুদ্ধে।‍‍`

পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত বিরাট কোহলি সাতটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তিনটে হাফসেঞ্চুরি করার পাশাপাশি মোট ৩১১ রান করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ব্যাটিং গড় ৭৭.৭৫ এবং স্ট্রাইক রেট ১১৮.২৫। টি-২০ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি সর্বাধিক অপরাজিত ৭৮ রান করেছেন।

আরও পড়ুন