1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

নতুন বছরে নতুন ফিচার নিয়ে হাজির Whatsapp, জানুন কি সুবিধা পাবেন

সৌভিক বেজ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ১১:৪৯ পিএম

নতুন বছরে নতুন ফিচার নিয়ে হাজির Whatsapp, জানুন কি সুবিধা পাবেন
নতুন বছরে নতুন ফিচার নিয়ে হাজির Whatsapp, জানুন কি সুবিধা পাবেন

WhatsApp-এর গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য অপশন যে চ্যাট পিন করার অপশন। কারণ, যাদের রোজ WhatsApp-এ প্রচুর মেসেজ আসে তারা এই ফিচারের সাহায্যে নিজের প্রিয়জন-পরিজনের চ্যাট, চ্যাট উইন্ডোর একেবারে ওপরে পিন বা ফিক্স করে রাখতে পারেন। এতে চ্যাটবক্সে গাদাগুচ্ছের মেসেজ (গ্রুপ বা ইন্ডিভিজ্যুয়াল) এসে জমা হলেও প্রয়োজনীয় কন্ট্যাক্টের চ্যাট খুব সহজেই চোখে পড়ে, সেটিকে খুঁজে পেতে অনেক সুবিধা হয়।

সংস্থাটি তার ইন্ডিভিজ্যুয়াল চ্যাট এবং গ্রুপগুলির মধ্যে মেসেজ পিন করার ক্ষমতা বিকাশ করছে। এতে যেকোনো প্রাসঙ্গিক মেসেজ গুরুত্বপূর্ণ হিসেবে হাইলাইটেড থাকবে এবং সেটিকে যেকোনো পরিস্থিতিতে সহজে বা চটজলদি চাইলেই দেখে নিতে পারবেন।

WABetaInfo এই নতুন ফিচারের সাথে সম্বন্ধিত একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। ওই স্ক্রিনশট অনুযায়ী, ইউজাররা মেসেজ পিন অ্যাকশন সিলেক্ট করে যখন কোনো মেসেজ, চ্যাটের শীর্ষে মানে একেবারে ওপরদিকে পিন করে রাখবেন, সেক্ষেত্রে মেসেজটিকে আনপিন না করা পর্যন্ত সেটি একই জায়গাতে থাকবে।

আরও পড়ুন