1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

এই হাসপাতালের অধিকাংশ কর্মী অসুস্থ! রোগীকেই সংগ্রহ করতে হচ্ছে নিজের করোনার নমুনা

০৮:৫৯ এএম, এপ্রিল ২৫, ২০২১

এই হাসপাতালের অধিকাংশ কর্মী অসুস্থ! রোগীকেই সংগ্রহ করতে হচ্ছে নিজের করোনার নমুনা

করোনা আক্রান্ত হাসপাতালের অধিকাংশ কর্মী,নার্স। তাই নিজের করোনার নমুনা নিজেকেই সংগ্রহ করতে হচ্ছে। কার্যত এই দৃশ্যই চোখে পড়ছে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এই দুরাবস্থার কথা স্বীকারও করেছেন হাসপাতালের সুপার।

রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ হুহু করে বাড়ছে তাতে স্বাস্থ্য কর্মীরাও বাদ যাচ্ছেনা। তেমনই মুর্শিদাবাদের জঙ্গিপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে ২৯ জন স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। তাই হাসপাতাল কার্যত ফাঁকা। এদিকে যাঁরা করোনা পরীক্ষা করতে আসছেন তাঁদের নমুনা সংগ্রহ করার কেউ নেই। তাই অগ্যতা নিজেদের নমুনা নিজেকেই সংগ্রহ করতে হচ্ছে করোনা সন্দেহভাজনদের। এমনকি পুরো বিষয়টি দেখাশোনা করার জন্যও কোনো সুপারভাজারদের দেখা মিলছে না হাসপাতালে।

এই প্রসঙ্গে সুপার সৌরভ দাস জানান, হাসপাতালের অনেকেই করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আছেন। তিনি নিজেও আক্রান্ত। তবে অনেকেই সুস্থ হয়ে উঠছেন।দ্রুত তাঁরা কাজে যোগ দেবেন।