1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

শিবের প্রতি অগাধ ভক্তি, প্রমাণে অভিনব পন্থা সাধুর! এক হাত উপরে তুলে রেখেছেন টানা ১০ বছর

মৌসুমী মোদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৩:১৮ পিএম

শিবের প্রতি অগাধ ভক্তি, প্রমাণে অভিনব পন্থা সাধুর! এক হাত উপরে তুলে রেখেছেন টানা ১০ বছর
শিবের প্রতি অগাধ ভক্তি, প্রমাণে অভিনব পন্থা সাধুর! এক হাত উপরে তুলে রেখেছেন টানা ১০ বছর

শিবের প্রতি অগাধ ভক্তি-আস্তা। আর সেই ভক্তি প্রমাণ করার জন্য এক অদ্ভুত পন্থা নিয়েছেন এক সাধু। নিজের ডান হাত সোজা করে তুলে রয়েছেন টানা ১০ বছর! স্নান থেকে খাওয়া বা ঘুম, যা-ই করেন হাত থাকে সেই উপরেই! এভাবে টানা দশটা বছর কাটিয়ে ফেলেছেন বলে দাবি নাম প্রকাশে অনিচ্ছুক ওই সাধুর।

টানা ১০ বছর ধরে ডান হাতটিকে ঠিক একই ভাবে তুলে রেখেছেন সাধু। এই ভাবে তুলে রাখার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে সেই হাতে। ফলে হাত আর সেভাবে কোনও কাজ করে না। তবে তাঁর এই কাণ্ডের জন্য সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছেন ওই সাধু। তাঁর কথা শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

সাধুকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, কত দিন এ ভাবে তিনি হাত তুলে রাখবেন? জবাবে তিনি বলেন, “ভবিষ্যতে কী করবেন, তা নিয়ে এখনই কিছু স্থির করেননি।” তবে এই প্রথম নয়, এর আগেও এক সাধু ঠিক এমনই কাজ করেছিলেন।

জানা গিয়েছিল, তাঁর নাম অমর ভারতী। আর পাঁচ জনের মতো সাধারণ জীবনযাপন করতেন তিনি। বিবাহিত। সন্তানও আছে। কিন্তু ১৯৭৩ সালে তিনি নিজেকে শিবের পরম ভক্ত বলে দাবি করেন। শুধু দাবি করাই নয়, শিবের প্রতি অগাধ আস্থার প্রমাণ দিতে নিজের ডান হাত সোজা করে উপরে তুলে রাখার সিদ্ধান্ত নেন।

ভারতী দাবি করেছিলেন, প্রথম দু’বছর হাতে খুব ব্যথা অনুভব করেছিলেন। কিন্তু ধীরে ধীরে হাত অসাড় হয়ে যায়। চিকিৎসকরা দাবি করেন, ওই হাতে রক্তপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছে। ফলে কোনও অনুভূতিই আর কাজ করছিল না ভারতীর ডান হাতে। তাঁর দাবি, ৪৫ বছর ধরে তিনি ওই ভাবেই হাত রেখে দিয়েছেন।

আরও পড়ুন