1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

১৫ হাজার ফুট উঁচু পাহাড়, তারই গায়ে ‍‍`লেটার বক্স‍‍` আকারের পোস্ট অফিস! দেখুন ভিডিও

মৌসুমী মোদক

প্রকাশিত: জুন ১৫, ২০২২, ১০:০২ পিএম

১৫ হাজার ফুট উঁচু পাহাড়, তারই গায়ে ‍‍`লেটার বক্স‍‍` আকারের পোস্ট অফিস! দেখুন ভিডিও
১৫ হাজার ফুট উঁচু পাহাড়, তারই গায়ে ‍‍`লেটার বক্স‍‍` আকারের পোস্ট অফিস! দেখুন ভিডিও

দেখতে ঠিক যেন একটা ‍‍`লেটার বক্স‍‍`! আদতে সেটি একটি পোস্ট অফিস। হিমাচল প্রদেশের স্পিতি জেলার হিক্কিমে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস এটি। বর্তমানে যেটিকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ হাজার ৫৬৭ ফুট উঁচুতে অবস্থিত এই পোস্ট অফিস। সম্প্রতি সম্পূর্ণ নয়া রূপে সেজে উঠেছে পোস্ট অফিসটি। লেটার বক্সের আদলে গড়ে তোলা হয়েছে সেটিকে। আর ইতিমধ্যেই তা হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র।

১৯৮৩ সালে প্রথম সূচনা এই পোস্ট অফিসের। সেই থেকে শুরু যাত্রা। আজ এই পোস্ট অফিস বিশ্ব দরবারে হিমাচল প্রদেশের মাথা উঁচু করেছে। দেশের মধ্যে এটাই প্রথম লেটার বক্স আকৃতির পোস্ট অফিস। তাই এর কদরও বেশি৷ এর আকৃতি অবাক করেছে পর্যটকদেরও।

সম্প্রতি নবরূপে সাজানোর পর লেটারবক্স আকারের এই পোস্ট অফিসটি উদ্বোধন করেন ভারতীয় ডাক বিভাগের হিমাচল সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল বন্দিতা কাউল। তাঁর কথায়, "এটি দেশের মধ্যে প্রথম লেটার বক্স আকৃতির পোস্ট অফিস। হিক্কিমি পোস্ট অফিস থেকে সারা বিশ্বের পর্যটকরা তাদের কাছের মানুষজন এবং প্রিয়জনকে চিঠি পাঠায়। এটি তাই বেশ জনপ্রিয়।" এবার নয়া রূপে সেজে ওঠার পর যে এই নতুন পোস্ট অফিস পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করবে সে আশাও রেখেছেন তিনি।

প্রসঙ্গত, নেটমাধ্যমেও এখন যথারীতি ভাইরাল এই পোস্ট অফিসের ছবি এবং ভিডিও। নেটিজেনরা দেখে তারিফেও ভরিয়েছেন পোস্ট অফিসটিকে।

আরও পড়ুন