শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাতিল হয়েছে মাধ্যমিক! তবু পরীক্ষার্থীদের দেওয়া হতে পারে অ্যাডমিট কার্ড

০৯:১৮ পিএম, জুলাই ৩, ২০২১

বাতিল হয়েছে মাধ্যমিক! তবু পরীক্ষার্থীদের দেওয়া হতে পারে অ্যাডমিট কার্ড

করোনা আবহে মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। তবে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড পেতে কোনও বাধা থাকছে না। মাধ্যমিক না হলেও পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দেওয়ার ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের। সম্প্রতি পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অন্যান্যবারের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হতে চলেছে অ্যাডমিট কার্ড৷

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যখন পরীক্ষাই হচ্ছে না তখন পড়ুয়াদের কেনই বা দেওয়া হবে অ্যাডমিট কার্ড? পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে শুধুমাত্র পরীক্ষার সময়ই কাজে লাগে তা নয়৷ বরং জীবনে আরও বহু ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজে আসে এই কার্ড। বিশেষ করে পরবর্তীতে বহু প্রতিষ্ঠান বা ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ড জমা করতে হয়। এছাড়াও অন্যান্য বহু পরীক্ষা ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দাখিল করতে হয়। ঠিক সেই কারণেই এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদেরও অ্যাডমিট কার্ড দেওয়ার চিন্তাভাবনা করছে পর্ষদ।

জানা গিয়েছে, মাধ্যমিকের মার্কশিটের সঙ্গেই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। সেই সঙ্গে দেওয়া হবে শংসাপত্রও৷ সেই কারণে নতুন করে প্রায় ১২ লক্ষ অ্যাডমিট কার্ড ছাপানো হচ্ছে। উল্লেখযোগ্য বিষয়, সেখানে এবার পরীক্ষা কেন্দ্রের নামের বদলে পরীক্ষার্থীর নিজের বিদ্যালয়ের নাম উল্লেখ থাকবে৷

সাধারণত অ্যাডমিট কার্ডে যে কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, সেটির নাম উল্লেখ থাকে। ইতিমধ্যেই সেই কার্ড ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু পরীক্ষা বাতিলের পর সেই কার্ড কোনও কাজে আসবে না। তাই নতুন করে নিজের বিদ্যালয়ের নাম সহ ছাপা হচ্ছে অ্যাডমিট কার্ড। মার্কশিটের সঙ্গেই তা হাতে পাবেন পড়ুয়ারা।