বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

এক পায়ে বাংলা জয়ের পর, আগামীতে দু-পায়ে ভর করে দিল্লি জয়ের হুঙ্কার মমতার

০৪:০৫ পিএম, এপ্রিল ৫, ২০২১

এক পায়ে বাংলা জয়ের পর, আগামীতে দু-পায়ে ভর করে দিল্লি জয়ের হুঙ্কার মমতার

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আগামীকাল বাংলায় তৃতীয় দফার বিধানসভা ভোট। তার আগে আজ চুঁচুড়ায় নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন বাংলার পর তাঁর লক্ষ্য দিল্লি। তিনি এদিন বললেন, 'এক পায়ে বাংলা জয় করব, আর দুটো পায়ে আগামীদিনে দিল্লি জয় করব।'

আজ ফের একবার নন্দী গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে তাঁর আহত হওয়ার প্রসঙ্গ টেনে এনে বলেন যে, 'ইলেকশনের আগে আমার পায়ে ইচ্ছে করে চোট করে দিল।যাতে বাইরে বেরোতে না পারি। আমি বললাম, আরে আমার একটা পা ভাঙা তো কী হবে! মা-বোনেদের দুটো করে পা আছে। একটা পায়ে যা করে বেরাচ্ছি। একটা পায়ে বাংলা জয় করব, আর দু'টো পায়ে তো আগামী দিনে দিল্লি জয় করতে হবে। তা বিজেপিকে দিয়ে লাভ কী! গ্যাসের দাম নশো করেছে। ইলেকশনের পরে আটশো করবে।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় 'দিদি... ও দিদিই' শব্দ নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস। এবার এ নিয়ে মুখ খুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এরা বলে বাঙালিদের বড্ড অহংকার। বাঙালির মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে। রোজ আমাকে ভ্যাঙায়। যত ভ্যাঙাবে তত জিভ ক্ষয় হয়ে যাবে। ভ্যাঙাতে দিন। গালাগালি দিতে দিন। যা ইচ্ছা বলতে দিন। আমি তো নিজে জানি আমি কী! এই বাংলার ভাই-বোনেরা আমায় এত ভালোবাসে ওদের কথায় কেন মাইন্ড করব!'

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/450690612666255

ছত্তিশগড়ে মাওবাদীর সঙ্গে জওয়ানদের সংঘর্ষের ঘটনায় শহিদ ২৩ জন জওয়ানের প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন যে, 'কাল দেখুন সুকমায় জওয়ানরা মারা গিয়েছে। দেশ শাসন করছে না। দিল্লিতে দাঙ্গা করে, সুকমায় লোক মারে, পুলওয়ামায় লোক মারে। শুধু বাংলা দখল করবে বলে টাকার ভাণ্ডার নিয়ে সবকটা বসে আছে। এদের পরাস্ত করুন।'