বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

‘গোটা দেশ মোদীর বিরুদ্ধে লড়বে’, জোরালো বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

০৫:৪২ পিএম, জুলাই ২৮, ২০২১

‘গোটা দেশ মোদীর বিরুদ্ধে লড়বে’, জোরালো বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেই জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব বাড়াতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। বাংলার বাইরে একাধিক রাজ্যে সংগঠন আরও মজবুত করাই এখন অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ঘাসফুল শিবিরের। ক্ষমতায় আসার পর থেকেই ২০২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, কেন্দ্রে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে অ-বিজেপি শক্তিগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় ফেরার পর এমনিতেই অবিজেপি নেতৃত্বের কাছে নেত্রীর গুরুত্ব অনেক বেড়ে গেছে। দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে অন্যতম মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই পরিস্থিতিতে ৫ দিনের দিল্লি সফরে ইতিমধ্যে সাক্ষাৎ হয়েছে কংগ্রেসের দুই শীর্ষ নেতা কমল নাথ এবং আনন্দ শর্মার সঙ্গেও। এবার আজ ইতিমধ্যেই দিল্লিতে শুরু হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের বৈঠক। এই বৈঠকে রয়েছেন রাহুল গান্ধীও। দেশজুড়ে বিজেপি-বিরোধী জোট নিয়ে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের আগে তিনি মোদী তথা বিজেপি বিরোধী জোট নিয়ে জোরালো বার্তা দিয়েছেন। এদিন তিনি দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘গোটা ভারত মোদীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হবে। কে নেতৃত্ব দেবে এখনই তা বলা যাবে না।’

তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিয়েছেন, বিরোধী জোটের মুখ কে হবেন, তা নিয়ে সবাই মিলে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে, বিরোধী জোট গঠনকেই অগ্রাধিকার দেওয়া উচিত বলেই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি তাঁর কথায় স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে, ২০২৪ পর্যন্ত আর অপেক্ষা করা যাবে না। তাই আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনই এখন প্রথম লক্ষ্য। এখান থেকেই শুরু হবে বিজেপির বিজয়রথ থামিয়ে দেওয়ার কাজ। আর এই লক্ষ্য পূরণ করতে গেলে, বিজেপিকে উত্তরপ্রদেশ থেকে ক্ষমতাচ্যুত করতে গেলে, বিরোধী দলগুলোর একজোট হওয়া প্রয়োজন। েতাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করেছেন মমতা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরই তা সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আজ ফের একবার সেই কথারই পুনরাবৃত্তি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি। করোনা পরিস্থিতি ঠিক হলেই আমরা বৈঠক করতে পারি।’

এদিন কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকের আগে মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ‘সোনিয়া গান্ধীও বিরোধী ঐক্য চাইছেন। এখন অন্য দলগুলোকেও এগিয়ে আসতে হবে।’ তবে, বিরোধী জোট গঠনের কাজে তাড়াহুড়ো চান না তৃণমূলনেত্রী সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন৷ বরং সবার মতামত নিয়েই এগনোর পক্ষে সায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও বামেদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘প্রধান শত্রু কে, সেটা বামেদের ঠিক করতে হবে। বাংলায় বাম-কংগ্রেসকে ঠিক করতে হবে, তাঁরা কী চায়।’