বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী মুখ কে হবে? কী জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

০৩:৩৭ পিএম, ডিসেম্বর ১, ২০২১

২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী মুখ কে হবে? কী জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য ছিল কেন্দ্রের ক্ষমতা থেকে মোদী সরকারকে সরানো। কিন্তু মোদীর বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের প্রধানমন্ত্রীর প্রধান মুখ কে হবে? কাকে সামনে রেখে ২০২৪ লোকসভা লড়াই করবে তৃণমূল কংগ্রেস। এদিন সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে দিল্লি, গোয়া, মুম্বই যাচ্ছেন মমতা। সম-মনোভাবাপন্ন বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলছেন তিনি। বিজেপি বিরোধী জোট তৈরিতে অনুঘটকের ভূমিকা পালন করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। বুধবার বিশিষ্টদের সামনে তিনি বলেন, ‘আমার লক্ষ্য বিজেপিকে দেশছাড়া করা। বিজেপিকে সম্পূর্ণভাবে দেশ থেকে হঠানো। অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করা। বিজেপির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে। সমগ্র আঞ্চলিক দল একজোট হবে বিজেপিকে হারানো সহজ হবে। বিজেপিকে বোল্ড আউট করতে হবে।’

https://twitter.com/ANI/status/1465962028577689600

এত কিছুর পর স্বভাবতই একটা প্রশ্ন ওঠে, তাহলে কী ২০২৪-এ মোদীর বিরুদ্ধে লড়াইয়ে প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? বুধবার বিশিষ্টদের মধ্য থেকেও তৃণমূল নেত্রীকে সেই প্রশ্নই করা হয়। ঠান্ডা মাথায় উত্তর দেন নেত্রী। তাঁর জবাব, ‘প্রধানমন্ত্রী হবেন সেটা পরের বিষয়। আগে আমাদের বিজেপিকে হঠাতে হবে। আমারা বিজেপিকে বোল্ড আউট করতে হবে। চিন্তা করবেন না। তারপর স্বাভাবিক নিয়মেই সব ঠিক হয়ে যাবে।’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর তোপ, নির্বাচন এলেই ভয় পান মোদীজি। সামনে উত্তরপ্রদেশ নির্বাচন সেজন্য পেট্রল-ডিজেলের দাম কমানো হয়েছে। কৃষি বিল প্রত্যাহার হয়েছে।