বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও নববর্ষ উপলক্ষে, কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন মমতা

০৯:৩২ এএম, এপ্রিল ১৫, ২০২১

নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও নববর্ষ উপলক্ষে, কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন মমতা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ বাংলা নববর্ষ। একটা নতুন বছরের শুরু। অনেক নতুন আশার সঙ্গে শুরু হবে নতুন পথ চলা।

তাই নববর্ষ উপলক্ষে নির্বাচনী প্রচারের হাজারো ব্যস্ততার মধ্যেই, নববর্ষের আগের দিনই কালীঘাট মন্দিরে গিয়ে করুণাময়ী মায়ের দর্শনের পাশাপাশি পুজোও দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে করেই মন্দিরের গর্ভগৃহে গিয়ে পুজো দে্ন নেত্রী৷

কালীঘাট মন্দির সূত্রে খবর, নদিয়ার হরিণঘাটায় নির্বাচনী প্রচার সেরে সন্ধে ৬টা নাগাদ কালীঘাটে পৌঁছান মুখ্যমন্ত্রী৷ উল্লেখ্য, প্রতিবছরই নববর্ষের আগের দিন কালীঘাট মন্দিরে পুজো দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গতবছর লকডাউন থাকায়, তিনি শারীরিকভাবে মন্দিরে উপস্থিত হতে পারেননি। তবে, মুখ্যমন্ত্রী নিজে যেতে না পারলেও, তাঁর পুজো সঠিক সময়ে পৌঁছে গিয়েছিল কালীঘাট মন্দিরে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বছরের এই নিয়মে সামান্য কিছু পরিবর্তন ঘটলেও, তাঁর কালীঘাটে নববর্ষের আগের দিন পুজো দেওয়ার যে রীতি, তাতে ছেদ পড়েনি।

বুধবার দিনভর উত্তরবঙ্গে একের পর এক জনসভা ছিল মুখ্যমন্ত্রীর৷ তার মধ্যেই সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন কোচবিহারের শীতলকুচিতে। সেখানে পাঁচজন নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী৷ এরপর জলপাইগুড়ি জেলায় তিনটি নির্বাচনী জনসভা করেন তিনি৷ সেখান ফেরার পথে নদিয়ার হরিণঘাটায় আরও একটি জনসভা করেন৷ এখানকার সভা শেষেই কালীঘাটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুজো দেন৷

কালীঘাট মন্দির সূত্রে জানা গিয়েছে, মন্দির কর্তৃপক্ষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার খবর আগে থেকেই ছিল। তাছাড়া প্রতি বছর এই দিনে তিনি কালীঘাটে আসেন বলে, এবছরও তাঁর আসার আগেই প্রস্তুতি সেরে রাখা হয়েছিল মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। সেই জন্য ওই সময়ে সাধারণ দর্শনার্থীদের পুজো দেওয়া বন্ধ রাখা হয়েছিল৷ জানা গিয়েছে, ডালা নিয়ে মন্দিরের গর্ভগৃহের ভিতরে গিয়ে বেশ কিছুক্ষণ ছিলেন মমতা৷ মুখ্যমন্ত্রী নিজে হাতে আরতিও করেন৷

আজ বাংলা নতুন বছরের প্রথম দিনেই কলকাতায় বড় কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কলকাতার তিন কেন্দ্রের প্রার্থী বেলেঘাটার পরেশ পাল, মানিকতলায় সাধন পাণ্ডে এবং জোড়াসাঁকোর বিবেক গুপ্তার সমর্থনে বেলেঘাটা থেকে বৌবাজার পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷